একই বাড়ির বউ হতে যাচ্ছেন জাহ্নবী ও মানুষি!

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১১:৪১ এএম
-66a72b8c2b634.jpg)
জাহ্নবি কাপুর ও মানুষি চিল্লার। ছবি: সংগৃহীত
বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে একই পরিবারের বৌ হতে চলেছেন বলিউড সুপার স্টার জাহ্নবী কাপুর এবং মানুসি চিল্লার। একজন স্টারকিড আরেকজন সাবেক বিশ্বসুন্দরী।
ভক্ত-অনুরাগদের মধ্যে গুঞ্জন শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন জাহ্নবী কাপুর। সবখানেই তাদেরকে দেখা যাচ্ছে প্রকাশ্যে হাত ধরে ঘুরতে। তাদের মধ্যকার রসায়নও ভক্তদের মন কেড়েছে ।
এদিকে পাহাড়িয়া ব্রাদার্সের আরেকজন বীরও বলিউডের পরিচিত মুখ। সম্প্রতি আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যে কজন অভিনেতা ২ কোটির হাতঘড়ি উপহার পেয়েছেন, বীর পাহাড়িয়া সেই তালিকায় রয়েছেন শাহরুখ, সালমান এবং রণবীরদের পাশে।
শোনা যাচ্ছে বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে মানুষি চিল্লারের। আম্বানিদের বিয়েতে জাহ্নবী-মানুষী একসঙ্গে পারফর্ম করেছেন। যদিও জাহ্নবী-শিখরের মতো তাদের রসায়ন এখনো চোখে পড়েনি সবার। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে সে ইঙ্গিতই পাওয়া গেছে।
ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে সমুদ্রে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন জাহ্নবী কাপুর। এসময় এক বন্ধু তাদের ছবি তুলছিলো। ভিডিওতে এক কোনে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় মানুষি ও বীর পাহাড়িয়াকে।
এসময় ভিডিওতে দেখা যায় অভিনেত্রী বীরের কাঁধে মাথা রেখে গল্প করছেন। আর সেই ভিডিও ভাইরাল হলে বলিউডে নতুন করে গুঞ্জন ওঠে তাহলে কি একই বাড়ির বউ হতে চলেছেন জাহ্নবী ও মানুষি ?
উল্লেখ্য, মুম্বাইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি শিখর এবং বীর।