×

বিনোদন

ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন জায়েদ খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ১২:১৫ এএম

ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান। ছবি: সংগৃহীত

   

কোটাবিরোধী আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়ক জায়েদ খান। ফেসবুকে নিজের ব্যক্তিগত পেজে একটি ভিডিও বার্তা দিয়ে তিনি লিখেছেন,  ছাত্ররা দেশ ও জাতির সম্পদ, ছাত্ররাই বাংলাদেশর ভবিষ্যৎ, ছাত্রদের বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ। গতকাল আমার জন্মদিন ছিল, এবারের আমার জন্মদিন পালন না করে উৎসর্গ করলাম নিহত ছাত্রদের আত্মার মাগফিরাত কামনায়।

বুধবার (৩১ জুলাই) কানাডার টরন্টো থেকে নিজের ভেরিফায়েড পেজে ভিডিও পোস্ট করেন জায়েদ। ২ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি জানান, ছাত্রছাত্রীদের কোটা আন্দোলন ছিল যৌক্তিক। যুক্তির মাধ্যমে এ আন্দোলনের সমাধান হয়েছে।

জায়েদ বলেন, আমরা সবাই এক। এই স্লোগান সামনে রেখেই বাংলাদেশের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কাজ করে যাচ্ছি যার যার জায়গা থেকে। ছাত্ররা দেশ ও জাতির সম্পদ। ছাত্ররাই বাংলাদেশের ভবিষ্যৎ। অথচ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়ে হাসপাতালে পড়ে আছে অনেকে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। সব আহতদের জন্য আমার সমবেদনা, নিহতদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি।

ভিডিওতে তিনি বলেন, আমি সে দেশের স্বপ্ন দেখি, যে দেশে আমরা সবাই মিলে কাজ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। হিংসা, বিদ্বেষ, হানাহানি দেশে থাকবে না। ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনায় ব্যস্ত থাকবে। কোনো যৌক্তিক দাবি দেশে যুক্তির মাধ্যমে সমাধান হবে।

ঢাকাই চলচ্চিত্র নায়ক বলেন, নতুন এক বাংলাদেশে সন্ত্রাস, আগুন সন্ত্রাস থাকবে না, আমার দেশের গর্বের স্থাপনাগুলো ধ্বংস করা হবে না। কোনো একটা আন্দোলন হলে সেটার সুযোগে তৃতীয় পক্ষ নিরীহ মানুষের ওপর হামলা করার ষড়যন্ত্রে লিপ্ত হবে না। স্বপ্নের দেশ গড়ার প্রত্যাশা করি। সব বাঙালিদের প্রতি শুভ কামনা, শুভেচ্ছা।


টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App