অর্থকষ্টে ভুগছেন রণবীর শোরে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৭:০১ পিএম

ছবি: সংগৃহীত
একদা বলিপাড়ার জনপ্রিয় দম্পতি ছিলেন কঙ্কনা সেন শর্মা ও রণবীর শোরে । অপর্ণা সেনের প্রাক্তন জামাই বলে রণবীরকে নিয়ে বাড়তি কৌতূহল রয়েছে সবার। এই মুহূর্তে ‘বিগ বস ওটিটি-৩’ এর ঘরে প্রতিযোগী হয়ে রয়েছেন রণবীর।
এই রিয়্যালিটি শোয়ে যোগ দেয়ার পিছনে তার মূল উদ্দেশ্য যে অর্থ মূল্য জেতা-তা আগেই জানিয়েছেন রণবীর। গত কয়েক বছর ধরে অর্থাভাবে ভুগছেন সে কথাও অকপটে স্বীকার করেছেন। ‘বিগ বস ওটিটি’-এর ২৫ লক্ষ টাকা এই পুরস্কার মূল্য দিয়ে কী করবেন তিনি? সেটাই জানালেন কঙ্কনার স্বামী।
বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১০ সালে অভিনেতা রণবীর শোরেকে বিয়ে করেন কঙ্কনা। খুবই ছিমছাম ভাবে হয় সেই অনুষ্ঠান। তার এক বছরের মাথায় তাদের পুত্র হারুনের জন্ম হয়।
আরো পড়ুন: প্রকাশ্যে সাংবাদিককে হুমকি দিলেন জন
২০১৫ সালে পাঁচ বছরের মাথায় দাম্পত্য জীবনে ইতি টানেন রণবীর-কঙ্কনা। তবে বিচ্ছেদ মানেই মুখ দেখাদেখি বন্ধ, এমনটা নয়। বরং ছেলের কারণে যোগাযোগ হয় তাদের। সন্তানের যৌথ অভিভাবকত্বের দায়িত্ব নিয়েছেন তারা। প্রায় ৯ বছর হল ছাড়াছাড়ি হয়েছে কঙ্কনা-রণবীরের। কিন্তু কখনই তার ও অভিনেত্রীর সম্পর্ক নিয়ে বিশেষ মুখ খোলেননি রণবীর। তাদের ছেলে হারুনের প্রসঙ্গ বিভিন্ন সময় উল্লেখ করেছেন অভিনেতা।
এবার ‘বিগ বস’-এর ঘরে সহ-প্রতিযোগী আরমান মালিক তার ব্যক্তিজীবন সম্পর্কে জানতে চাইলে রণবীর জানান, তিনি একাই থাকেন। ১৩ বছরের ছেলে মাঝে মাঝে আসে। এ বার জানান ছেলে হারুনের উচ্চশিক্ষার জন্য ‘বিগ বস’-এর এই পুরস্কার মূল্য খরচ করতে চান।
অভিনেতা বলেন, আমার ছেলে ওর বয়স ১৩ বছর, বিদেশে থাকে। আমি চাই ও ফিরে আসুক। আমি চাই আমার সঙ্গে থাকুক সেই কারণেই এই অর্থটা প্রয়োজন। পাশাপাশি রণবীর এও জানান অর্থটা ছেলের উচ্চ শিক্ষার জন্যই খরচ করবেন তিনি।