মৌসুমীর বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা, মুখ খুললেন সানি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০২:২০ পিএম

ওমর সানী ও মৌসুমী
জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ঢাকার একটি আদালত থেকে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেক ডিজঅনার মামলায় এ আদেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ওমর সানী।
সংবাদমাধ্যমকে সানী বলেন, তারা ভেবেছে, মৌসুমী দেশ ছেড়ে চলে গেছে। আমরাও হয়তো পালিয়ে যাব। কিন্তু এই কয় টাকার জন্য মৌসুমী বা ওমর সানী কেউই দেশ ছেড়ে পালাবে না।
আরো পড়ুন: হঠাৎ সালমানের ছবির গানে স্মৃতিকাতর প্রিয়াঙ্কা
জানা যায়, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এক লাখ ছয় হাজার ২১১ টাকার চেক ডিজঅনারের অভিযোগে গত বছরের ৩ ডিসেম্বর ঢাকার একটি আদালতে অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমীর বিরুদ্ধে মামলা করেন আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশীদ। আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
মৌসুমীকে আদালতে হাজির হতে তার গুলশান-১-এর বাসায় এ সমন পাঠানো হয়। তবে সেখান থেকে সমন ফেরত গেলে ২৮ এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় ফের সমন পাঠানো হয়। এদিন সমন জারি হওয়ায় তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ২৪ জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আরো পড়ুন: চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রসঙ্গত, মৌসুমীর সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম ‘সোনার চর’। সিনেমাটির নির্মাতা জাহিদ হাসান। এই ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।