শিক্ষার্থীদের সঙ্গে দেয়াল গ্রাফিতি আঁকছেন অভিনেতা আরশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৫:৫৯ পিএম

আরশ খান
বৈষম্য বিরোধী আন্দোলনে জয়লাভের পর রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিয়েছে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে চলছে গ্রাফিতি অঙ্কনের কাজ। ছাত্র-ছাত্রীদের সঙ্গে এতে অংশ নিয়েছেন বিনোদন অঙ্গনের তারকারা। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খানও অংশ নিয়েছেন গ্রাফিতি অঙ্কনে।
খবরটি আরশ নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে দেখা গেছে দেয়ালের গায়ে গ্রাফিতি আঁকায় ব্যস্ত তিনি।
আরো পড়ুন: দেশের বর্তমান অবস্থা পরিবর্তনে যে বিষয়ের ওপর জোর দিলেন ফারিয়া
আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন আরশ। এর আগে আন্দোলনে সংহতি জানিয়ে নেমেছিলেন রাস্তায়। বাংলাদেশ শিল্পকলার সামনে দাঁড়িয়েছিলেন প্ল্যাকার্ড হাতে।
আন্দোলন পরবর্তী সময়ে দেশজুড়ে যখন চলছে ভাঙচুর অগ্নি সংযোগ তখন সরব ছিলেন এই অভিনেতা। সহিংসতা বন্ধের ডাক দিয়ে নিজের ফেসবুকে লিখেছিলেন, সকল ছাত্রদের প্রতি আহ্বান নিজ নিজ অঞ্চলের জানমালের হেফাজত করো ভাইয়া আপুরা। সংখ্যালঘুদের পাশে থাকো। দায়িত্ব এখনও শেষ হয়নি।
আরো পড়ুন: যে কারণে মেরে ফেলার হুমকি পেয়েছিলেন বাঁধন
শেষে লিখেছিলেন, আমরা বাঙালি। একজন বাঙালির যদি ক্ষতি হয় সেটা আমাদের দেশের ক্ষতি । লঙমার্চে সবাই ছিলো কোনো ভেদাভেদ দেখিনি। এখনো যেনো না হয়।