মুক্তি পেতে পারে ‘রানা প্লাজা’

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৭:২৬ পিএম

‘রানা প্লাজা’ সিনেমার দৃশ্য
২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় বহু মানুষের হতাহতের ঘটনা ঘটে। এতে সবচেয়ে বেশি সংখ্যক মারা যান পোশাককর্মীরা। তাদের মধ্যে একজন ছিলেন রেশমা।
ঘটনার ১৭ দিন পর সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। সেই ঘটনা নিয়েই ২০১৩ সালে পরিচালক নজরুল ইসলাম খান শুরু করেন ‘রানা প্লাজা’ নামের একটি ছবি নির্মাণের।
আরো পড়ুন: তিন আন্তর্জাতিক উৎসবে ‘দাঁড়কাক’
ছবিটি নির্মাণের ঘোষণার পর দর্শকের প্রবল আগ্রহ তৈরি হতে থাকে। কিন্তু বিপত্তি বাধে সেন্সর বোর্ডে। ২০১৪ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা আসে ছবিটি নিয়ে।
এতে নির্মাতা নজরুল রিট করেন হাইকোর্টে। পরে ২০১৫ সালের ১১ জুলাই ছাড়পত্র পেলেও আবার ২৪ আগস্ট মুক্তির ঠিক আগের দিন ছবিটির প্রদর্শনীতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
আরো পড়ুন: মারা গেছেন ‘পোকেমন’খ্যাত কণ্ঠশিল্পী রাচেল লিলিস
তবে এখন দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবার আশায় বুক বেঁধেছেন পরিচালক নজরুল ইসলাম। সম্প্রতি একটি গণমাধ্যমকে তিনি জানান, সিনেমাটি নিয়ে আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে আবার সেন্সরে জমা দেবেন সিনেমাটি।
পূর্ণিমা, অরুণা বিশ্বাস ছাড়াও সেন্সর বোর্ডের নতুন কমিটিতে যারা। পরিচালকের কথায়, দেশে এখন অন্তর্বর্তী সরকার, তাই আশায় বুক বেঁধে আছি আমরা।
আরো পড়ুন: সন্তান নিয়ে সুন্দরবন ঘুরলেন পরী (ভিডিও)
ছবিটি মুক্তির প্রস্ততি নিচ্ছি তবে তারও আগে প্রজ্ঞাপনটি বাতিল করতে হবে। আমরা এজন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে চাই।
প্রসঙ্গত, ‘রানা প্লাজা’ ছবিতে রেশমা চরিত্রে অভিনয় করেন পরীমণি, টিটু চরিত্রে সাইমন সাদিক।