হাসপাতালে ভর্তি অভিনেতা মোহন লাল

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৭:১৪ পিএম

মোহন লাল
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মালায়ালাম সিনেমার বরেণ্য অভিনেতা মোহন লালকে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কোচির অমৃতা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
আরো পড়ুন: ইনফ্লুয়েন্সারদের ভয় দেখিয়েছিলেন সোলায়মান সুখন ও তৌহিদ আফ্রিদি
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ৬৪ বছর বয়সি মোহনলালের উচ্চমাত্রায় জ্বর, শ্বাস কষ্ট এবং মাসল পেইন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসযন্ত্রে ইনফেকশন রয়েছে। পাঁচ দিনের ওষুধ, পূর্ণ বিশ্রাম এবং জনাকীর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আরো পড়ুন: ‘মহানগর’ বানিয়ে যে সমস্যা হয়েছিল আশফাক নিপুনের
প্রসঙ্গত, গুজরাটে ‘এল টু’ সিনেমার শুটিং করছিলেন মোহনলাল। সেখানে থেকে কোচিতে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থা আরো খারাপ ছিল। এখন তাকে পর্যবেক্ষণ রাখা হয়েছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মোহনলাল।
আরো পড়ুন: চিত্রনায়ক ফেরদৌসের জন্য দুঃসংবাদ
সূত্র: ইন্ডিয়া টুডে