ধর্ষণের হুমকির শেষ দেখতে চান মিমি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৪:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর অভিযোগ। তার প্রতিবাদেই রাস্তায় নেমেছেন সর্ব স্তরের নারীরা। সকলের দাবি একটাই এই ঘটনার ‘বিচার চাই’ । নারীদের চাই নিরাপত্তা ও সুরক্ষা। আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে ১৪ আগস্ট পথে নেমেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এক সপ্তাহের মধ্যেই সেই মিমিকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হল সরাসরি ধর্ষণের হুমকি!
স্বভাবের দিক থেকে বরাবরই স্পষ্টবাদী মিমি । নিজের দৃঢ় মত প্রকাশ করেন বিভিন্ন বিষয়ে। আরজি কর-কাণ্ডে বিচার চেয়েও তাই পথে নামেন তিনি। এর পরেই আসে ধর্ষণের হুমকি। যদিও এই হুমকির নেপথ্যে আছে একটি ঘোষণা। ১৬ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত চিকিৎসকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা বলেন। তবে সেই ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন নির্যাতিতার বাবা-মা। এবার সেই প্রসঙ্গ টেনে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃণমূলের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীকে সরাসরি ধর্ষণের হুমকি দিলেন এক ব্যক্তি।
আরো পড়ুন: বাড়ি বিক্রির বিজ্ঞাপন দিলেন সোনাক্ষী
মিমি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ব্যক্তির মন্তব্যের স্ক্রিনশট ভাগ করে নেন। ওই ব্যক্তি অভিনেত্রীর উদ্দেশে লেখেন, ‘আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দিত নাকি? তা হলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দেয়া হলে আমি দিয়ে দেব ১০ লাখ তার পরিবারকে।’ এরই সঙ্গে মিমি এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশে কিছু অশ্লীল শব্দও ব্যবহার করেন ওই ব্যক্তি। এর পরই আক্ষেপ প্রকাশ করে মিমি লেখেন, এর জন্যই কি ন্যায় বিচার চেয়ে লড়ছি আমরা।
তবে শুধু আক্ষেপ প্রকাশ করে থেমে থাকার পাত্রী নন তিনি। মিমি বলেন, ‘ আমি ইতোমধ্যেই সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানিয়েছি। শাখার প্রধানের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। একজন নারীকে আক্রমণ করার ভাষাই এখন ধর্ষণের ভাষা। কথায় কথায় ধর্ষণের হুমকি! এর শেষ দেখে আমি ছাড়ব।’