×

বিনোদন

আরজি কর-কাণ্ডে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০১:২৩ পিএম

আরজি কর-কাণ্ডে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত

   

কলকাতার আরজি কর মেডিকেল কলেজের মর্মান্তিক ঘটনায় বাঙালি সমাজের ক্ষোভ এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ১৪ আগস্ট মধ্যরাত থেকে শুরু হওয়া এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল দফায় দফায় অনুষ্ঠিত হচ্ছে। কলকাতার এক তরুণী চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে বাঙালি সম্প্রদায়ের পাশাপাশি বলিউড তারকাদের মধ্যেও সমবেদনা ও প্রতিবাদের ঝড় বইছে। এবার এই বিষয়ে মুখ খুললেন টালিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি ভিডিওবার্তায় মিঠুন চক্রবর্তী বলেন, ‘অনেক দিন ধরেই বলছি, আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ হবে। বাঙালি হয়ে মাথা উঁচু করে আর দাঁড়াতে পারছি না।’ 

তিনি নিহত তরুণী চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আরো বলেন, নির্যাতিতার পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেয়া হোক। এটাই আমার কাছে সবচেয়ে বড় দাবি।

আরজি কর-কাণ্ড নিয়ে শাসকদলের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করে বলেন, রাজ্য সরকার বলছে, রাত মহিলাদের জন্য নিরাপদ নয়। এই লজ্জা রাখার কোনো জায়গা আছে? যেখানে সংসদে, বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাশ হচ্ছে, নারী শক্তিকরণের কথা বলা হচ্ছে, সেখানে এই রাজ্য সরকার বলছে মহিলাদের রাতে ডিউটি করার প্রয়োজন নেই?

শুভেন্দু আরো বলেন, মহিলাদের যে রাতে নিরাপত্তা নেই, সেটা সরকার নিজেই বলছে নবান্ন থেকে! এর পরে হয়তো বলবে দিনের বেলাতেও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না! 

আরো পড়ুন: সর্বোচ্চ দিয়ে বন্যার্তদের পাশে পরীমণি

মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি আক্রমণ করেন শুভেন্দু। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, নারীর অধিকার এবং নিরাপত্তা সবই এখন হুমকির মুখে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল- সবাই একযোগে ন্যায়বিচারের দাবি তুলেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আরজি কর-কাণ্ড একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে রয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App