বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৭:১১ পিএম

আইয়ুব বাচ্চু
দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলার মানুষ ভয়াবহ বন্যার কবলে। পানিতে তলিয়ে গেছে মানুষের বাড়িঘর, ফসলি জমি। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’।
প্রয়াত রকস্টার আইয়ুব বাচ্চু ২০১৮ সালের ১৮ অক্টোবর মারা যান। অসহায় মানুষের জন্য রেখে যান ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’। সেই ফাউন্ডেশনের ব্যানারে বন্যার্তদের জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। বিষয়টি এলআরবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
আরো পড়ুন: বন্যার্তদের পাশে অভিনেত্রী চমক (ভিডিও)
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ বড় বিপদ আমাদের। মানুষ ভেসে গেছে, জনপদ ভেসে গেছে। কিন্তু আমাদের বাঁচার স্বপ্ন ভেসে যায়নি। আমাদের ১৯৯৮ বন্যার স্মৃতির কথা মনে পড়ে। বাংলাদেশের শিল্পীরা বরাবরের মতো সম্মুখসারিতে দাঁড়িয়েছিল ত্রাণ তৎপরতাকে উজ্জীবিত করার তাগিদে।
আইয়ুব বাচ্চুর স্মৃতি ভেসে আসছে বারবার। এমন দুর্যোগে কিছু একটা করার তাড়না ছিল তার। একে-ওকে ফোন দিয়ে জড়ো করে ফেলতেন। আমরা আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ত্রাণ ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। আরো কিছু ত্রাণ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
আরো পড়ুন: সিয়াম দিচ্ছেন দুই মাসের আয়, সঙ্গী হলেন স্ত্রীও (ভিডিও)
প্রসঙ্গত, সামর্থ্যের সবটুকু দিয়ে বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।