বন্যার্তদের পাশে দাঁড়ালেন সালমা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৩:৪৯ পিএম

কণ্ঠশিল্পী সালমা আক্তার
ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে প্লাবিত বাংলাদেশের দক্ষিণাঞ্চল। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায় প্রবল বন্যায় বিপর্যস্ত। খড়কুটোর মতো ভেসে গেছে বসতভিটা।
মাথার ওপর আকাশ ছাড়া কোনো ছাদ নেই সেখানে। সেই ছাদও অনিরাপদ করে দিয়েছে টানা বৃষ্টি। একটু আশ্রয়ের খোঁজা দিশেহারা বন্যা কবলিতরা। সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব সেসব ছবিতে।
আরো পড়ুন: ধর্ষকের শাস্তি ফাঁসি চাইলেন দেব
এমন পরিস্থিতিতে মানুষের দাঁড়াতে এগিয়ে এসে দেশের শিল্পী সমাজ। যেযার জায়গা থেকে হাত বাড়িয়েছেন সহায়তার। সংগীতশিল্পী সালমা আক্তারও দাঁড়ালেন বন্যার্তদের পাশে। বন্যা পুরিস্থিতি চলাকালীন নিজের গাওয়া সব গানের পারিশ্রমিক দেবেন কল্যাণ তহবিলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণাটি দিয়েছেন সালমা। রবিবার (২৫ আগস্ট) নিজের ফেসবুকে সালমা লিখেছেন, আমার রের্কডিং করা গানের পেমেন্টের পুরোটাই আমি বন্যার্তদের সাহায্যার্থে দিয়ে দিলাম। ইনশাআল্লাহ এই খারাপ পরিস্থিতি চলাকালীন যতগুলো কাজ করব সবগুলোর পেমেন্টই যুক্ত হবে বিপদগ্রস্ত মানুষদের কল্যাণ তহবিলে ।
আরো পড়ুন: আইটেম গানে নেচে কত আয় করেন বলিউড তারকারা?
সালমার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তার অনুসারীরা। মন্তব্যের ঘরে তা স্পষ্ট হয়েছে। অনেকে জানিয়েছেন ধন্যবাদ। গায়িকার প্রশংসা করেছেন অনেকে।
প্রসঙ্গত, চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯। ঘটেছেন প্রাণহানিও। এরইমধ্যে তিন হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে মাথা গুঁজেছেন দুই লাখ ৮৪ হাজার ৮৮৮ জন।