×

বিনোদন

খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলায় জড়ানোর বিষয়ে হতবাক জায়েদ খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৪:০৫ পিএম

খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলায় জড়ানোর বিষয়ে হতবাক জায়েদ খান

জায়েদ খান

   

চিত্রনায়ক জায়েদ খানের নামে একটি মামলা হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। তিনি কানাডা থেকে জানান, আমি হতবাক, মিথ্যা মামলায় আমাকে জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত।

এক দশক আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ৫০ জনকে আসামি করে মামলা করা হয়। আসামিদের তালিকায় রয়েছেন জায়েদ খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এবং অভিনেতা সাজু খাদেম। জায়েদ খান জানান, গণমাধ্যমের খবরে তিনি মামলার বিষয়টি জানতে পারেন।

মামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জায়েদ বলেন, একজন শিল্পীর রাজনৈতিক মত থাকতে পারে। তবে আমি কখনোই বিতর্কিত কিছু করিনি। এখন দেখছি, আমার নামে ৯ বছর আগের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। সেই সময়ে যদি এমন কিছু করতাম, তাৎক্ষণিক খবরের শিরোনাম হতাম।

জায়েদ বলেন, আমার কোনো রাজনৈতিক মিছিল-মিটিংয়ে থাকার প্রশ্নই আসে না। ঢালাওভাবে মিথ্যা মামলা দিয়ে শিল্পীদের টেনে ধরার চেষ্টা করা হচ্ছে। আমি হলফ করে বলতে পারি, আমি কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করিনি। যদি কেউ প্রমাণ করতে পারে, তবেই মামলা করা হোক। কিন্তু সাজিয়ে মিথ্যা মামলা দিলে স্বাধীনতার প্রতি আস্থা থাকবে না।

জায়েদ খান পূর্বে দুই মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের নির্বাচনে তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন নিপুণ আক্তার। সেই নির্বাচনে জয়ী হলেও আদালতে মামলা হলে, হেরে যান জায়েদ। এ নিয়ে তিনি তখন ব্যাপক আলোচনায় আসেন।

আরো পড়ুন: টেলিপ্যাব থেকে রোকেয়া প্রাচীকে অব্যাহতি

শেষে জায়েদ বলেন, শিল্পীদের নামে মিথ্যা মামলা হলে মিডিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়বে। সুস্থ কাজের পরিবেশ নষ্ট হবে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে অবশ্যই মামলা করা উচিত, তবে উদ্দেশ্যপ্রণোদিত মামলা সমর্থন করি না। দেশের সম্মানের স্বার্থে এমন মিথ্যা মামলা বন্ধ হওয়া উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App