কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম

ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রবিবার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। খবর এনডিটিভির।
যদিও এখন পর্যন্ত তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের নিজেদের পক্ষ থেকে সন্তান আগমনের আনুষ্ঠানিক খবর ঘোষণা দেননি। তবে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, শনিবার বিকালে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দীপিকাকে দেখা যায়। পরে হাসপাতলে ভর্তি হন অভিনেত্রী। তখন থেকেই তার ভক্ত-অনুসারীরা সুখবরের অপেক্ষায় ছিলেন।
আরো পড়ুন: বৃষ্টি ভেজা শাড়িতে উষ্ণতা ছড়ালেন পরীমণি (ভিডিও)
কয়েক দিন আগেই বেবি বাম্প ফটোশুট করেছেন এই তারকা জুটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেপ্টেম্বরেই যে মা হতে পারেন, সে কথাও জানিয়ে ছিলেন অনুরাগীদের।