ক্ষুব্ধ শিরিন শিলা বললেন, আমি তো সানি লিওন না

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম

বাংলা চলচ্চিত্রের নায়িকা শিরিন শিলা। ছবি: সংগৃহীত
বাংলা চলচ্চিত্রের নায়িকা শিরিন শিলা সম্প্রতি অভিযোগ করেছেন, তাকে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেহ ব্যবসায়ী হিসেবে অভিহিত করা হচ্ছে। যদিও পর্দায় তাকে নিয়মিত দেখা যায় না এবং বিভিন্ন সময় নেতিবাচক ঘটনায় তার নাম এসেছে।
সম্প্রতি কিছু ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শিরিন শিলাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে দাবি করা হয়, তিনি সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন। শিরিনের বিলাসী জীবন, তার আয় ও বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয়। এসময় দাবি করা হয়, তিনি অসামাজিক কাজে যুক্ত রয়েছেন।
এ বিষয়গুলো নিয়ে ক্ষুব্ধ হয়ে শিরিন শিলা আইনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন। তিনি একটি ভিডিও বার্তায় জানান, প্রায় ৬-৭ বছর আগে ক্যাসিনোকাণ্ডে কয়েকজন নায়িকার সঙ্গে আমার নাম এসেছিল। সেটাই আপনারা আবারও টেনে আনছেন। আমি তো আমার বাসাতেই রয়েছি, গা ঢাকা দেব কেনো?
শিরিন জানান, যাদের কথা বলা হচ্ছে, তারা এখনো জেলে। আমি কখনোই দুবাই কিংবা অন্য দেশে যাইনি, শুধুমাত্র আমেরিকা ছাড়া। আমি তো সানি লিওন না, আমি অভিনয় করি। আমার যদি পর্নোগ্রাফির কোনো ভিডিও বা লিঙ্ক থাকে, তাহলে কেনো সেটা প্রকাশ পায়নি?
অভিনেত্রী জানান, আমাকে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও গুজব। আমি জানি না, কারা আমাকে নিয়ে এসব নিউজ করছে। তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
আরো পড়ুন: হিরো আলমের ওপর হামলা
শিরিন শিলা আরো বলেন, মিথ্যা সংবাদ প্রচার করে তাকে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে। এই কারণে তিনি থানায় ১৮টি ইউআরএলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন এবং মামলার প্রস্তুতিও নিচ্ছেন।