নিকোল কিডম্যানের সঙ্গে ‘দ্য পারফেক্ট কাপল’ সিরিজে ইশান

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম

ইশান খাট্টার। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা ইশান খাট্টার এবার যুক্তরাষ্ট্রে তার প্রথম সিনেমায় অভিনয় করেছেন। নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য পারফেক্ট কাপল’-এ তিনি প্রখ্যাত অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এটি নিঃসন্দেহে তার জন্য এক চমৎকার অভিজ্ঞতার সঞ্চার করেছে।
পিপল ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ইশান তার অনুভূতি শেয়ার করে বলেন, এই সিজিরিজটিতে কাজ করার সময় আমি কিছু অসাধারণ মানুষের সঙ্গে যুক্ত হতে পেরেছি। তাদের সবাই পেশাদার এবং মানবিক মানসিকতার।
নিকোল কিডম্যানের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ নিয়ে খাট্টার বলেন, তিনি সেটে অন্য যে কারো মতোই স্বাভাবিক ছিলেন। আমাদের মাঝে কিছু বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছিল যা সিরিজটির গল্পের বাইরের, একান্তই ব্যক্তিগত।
খাট্টার বলেন, নিকোল সত্যিই অসাধারণ। তার চোখগুলো খুবই হিপনোটাইজিং যা আমি উপভোগ করেছি। হলিউডের দুনিয়ায় প্রবেশ করা ছিল এক উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা। আমি সত্যিই সবার কাছে অনেক কৃতজ্ঞ। এটি আমার তরুণ ক্যারিয়ারের জন্য একটি বিশেষ মুহূর্ত।
শুটিংয়ের জন্য ইশান এবং অন্যান্য শিল্পীরা ৪ মাস ধরে ম্যাসাচুসেটসের কেপ কোডে ছিলেন। যেখানে তারা তিমি মাছ দেখা, একসঙ্গে মদ পান এবং স্থানীয় ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখার সুযোগ পেয়েছেন।
‘দ্য পারফেক্ট কাপল’ সিরিজটিতে ইশান খাট্টার অভিনয় করেছেন শুটার ডিভাল চরিত্রে। বরের শৈশবের সেরা বন্ধু হিসেবে চরিত্রটি পর্দায় ফুটে উঠেছে। যদিও এলিন হিল্ডারব্র্যান্ডের বইতে মূল চরিত্রে ছিলেন একজন শ্বেতাঙ্গ। সিরিজটির পরিচালক সুসান রিব তাকে কাস্ট করেছেন শুধুমাত্র অভিনয় প্রতিভার কারণেই। ইশান বলেন, সুসানের দৃষ্টিভঙ্গি আমার কাছে অন্যদের থেকে আলাদা মনে হয়েছে। আমি পুরোটা সময় চাচ্ছিলাম ও আমাকে গাইড করুক, এবং সেটাই হয়েছে। আমি ভালোভাবে কাজটি শেষ করতে পেরেছি।
আরো পড়ুন: চলচ্চিত্র শিল্প এখন একটি সার্কাস
সিরিজটি ৫ সেপ্টেম্বর ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পর নেটফ্লিক্সে এটি প্রথম স্থান দখল করে। ইশান এখন প্রস্তুতি নিচ্ছেন তার পরবর্তী কাজ ‘দ্য রয়েলস’-এ অভিনয়ের জন্য। নেটফ্লিক্সের এ অরিজিনাল সিরিজটিতে তিনি প্রিন্স চার্মিং চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।