সাইবার ক্রাইমের শিকার ডোনা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ পিএম

ছবি: সংগৃহীত
তিনি আর নেই। বাগদাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার! সেই খবর জ্বলজ্বল করছে তারই সামাজিক যোগাযোগ মাধ্যমে। শনিবার রাত ১২টার পরে এমনই ঘটেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। বার্তা দেখে হতবাক তার অনুরাগীরা। পুরোটাই যে সাইবার অপরাধ, বুঝতে সময় লেগেছে তাদের। তার পরেই সতর্ক সবাই।
ডোনা বলেন, ‘আমিও দেখেছি। আমার কাছে খবর এসেছে।’ হাসতে হাসতে জানান, তাকে একেবারে বাগদাদে পৌঁছে দেয়া হয়েছে!
আরো পড়ুন: মেয়ের জন্য যে সিদ্ধান্ত নিলেন দীপিকা
ডোনা আরো বলেন, ‘সবাইকে জানিয়েছি, আপাতত আমার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কেউ যেন বন্ধুত্বের ডাকে সাড়া না দেন। আগামীকাল আমরা সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানাব। আশা, ওখান থেকে পদক্ষেপ নেয়া হবে।’