×

বিনোদন

হঠাৎ আলোচনায় জেসিয়া ইসলামের গ্ল্যামার, সমালোচনা ও ব্যক্তিগত জীবন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩ এএম

হঠাৎ আলোচনায় জেসিয়া ইসলামের গ্ল্যামার, সমালোচনা ও ব্যক্তিগত জীবন

জেসিয়া ইসলাম। ছবি: সংগৃহীত

   

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন জেসিয়া ইসলাম। সেই আয়োজনের সঙ্গে বিভিন্ন বিতর্কের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তবুও তিনি সেরা সুন্দরী হিসেবে পরিচিতি পান। কিন্তু এরপর শোবিজে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যেন এক লম্বা পথ পাড়ি দিতে হয়েছে তাকে। নাটক, সিনেমা কিংবা মডেলিং—কোনো ক্ষেত্রেই বিশেষভাবে জায়গা তৈরি করতে পারেননি তিনি।

জেসিয়ার ব্যক্তিগত জীবনও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে তার প্রেম ছিল। সেই সম্পর্কের জেরে এক রাতে প্রকাশ্য রাস্তায় ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা নেট দুনিয়ায় তীব্র সমালোচনার জন্ম দেয়। এইসব ঘটনা যেন তার জন্য নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে।

বর্তমানে জেসিয়া ছোট পরিসরে মডেলিং করছেন, তবে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার উপস্থিতি সবচেয়ে বেশি। সেখানে বিভিন্ন ছবি শেয়ার করে নিজের ভক্তদের মাতিয়ে রাখছেন তিনি। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বর্তমানে ১৩ লাখেরও বেশি অনুসারী রয়েছে, যারা তার প্রতিটি পোস্টে আগ্রহ নিয়ে মন্তব্য করেন।

সম্প্রতি জেসিয়া ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে একটি সুইমিংপুলের পাশে বিকিনি পরে খোশমেজাজে দেখা যাচ্ছে। এই ছবিগুলো ইতোমধ্যেই সাড়ে ১৮ হাজারের বেশি রিঅ্যাকশন পেয়েছে। তার খোলামেলা রূপের প্রশংসা করে অনেক মন্তব্য এসেছে, যার মধ্যে কেউ লিখেছেন, অনেকদিন পর তোমার গ্ল্যামার প্রকাশ্যে আসছে, আর কেউ বলেছেন, বিকিনিতে তোমায় অসাধারণ লাগছে!

জেসিয়া শুধু মডেলিংয়ে নয়, দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দরদ’-এ তিনি অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। সেখানে শাকিব খান ও সোনাল চৌহানের সঙ্গে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। এছাড়া, ‘মাসুদ রানা-৯’ ছবিতে তিনি একজন এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন।

আরো পড়ুন: দেশের ডাকে সাড়া দিয়েছি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App