×

বিনোদন

আম্বানীর কর্মচারীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অনন্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ এএম

আম্বানীর কর্মচারীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অনন্যা

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ছবি: সংগৃহীত

   

বলিউডের উঠতি তারকা অনন্যা পাণ্ডে সম্প্রতি তার ব্যক্তিগত জীবনের একটি নতুন অধ্যায়ের কথা শেয়ার করেছেন। প্রায় ২ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি ও অভিনেতা আদিত্য রয় কাপুর। মুম্বাই থেকে স্পেন, লন্ডন—সব জায়গাতেই তাদের একসঙ্গে দেখা গেছে। কিন্তু আচমকাই সবকিছু বদলে গেছে, এবং তাদের সম্পর্ক ভেঙে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মার্চ মাসে তাদের বিচ্ছেদ ঘটে। তবে এই বিচ্ছেদের পরেই অনন্যার জীবনে নতুন বসন্ত এসেছে। জানা গেছে, তিনি সাবেক মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, যিনি বর্তমানে ভারতের ধনকুবের মুকেশ আম্বানীর কর্মচারী।

অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের প্রাক্‌-বিবাহ ক্রুজ পার্টিতে প্রথম ওয়াকারের সঙ্গে দেখা হয় অনন্যার। সেখানেই একে অপরের প্রতি তাদের আকর্ষণ তৈরি হয়। বর্তমানে তারা একে অপরকে ভালো করে জানার চেষ্টা করছেন এবং একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনন্যা তার নতুন সঙ্গী সম্পর্কে বলেন, আমি চাই সে যেন রহস্যময় হয়, কারণ আমি নিজেও তো রহস্যময়ী। তিনি জানিয়েছেন, তার প্রেমিক এমন একজন হতে হবে, যিনি তাকে হাসাতে পারবেন এবং তার সবচেয়ে কাছের বন্ধু হবেন।

বর্তমানে ওয়াকার ব্ল্যাঙ্কো জামনগরে বাস করছেন এবং আম্বানীদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কাজ করছেন। সম্প্রতি অনন্যার নতুন ওয়েব সিরিজ ‘কল মি বে’ মুক্তি পেয়েছে, আর সেই সিরিজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াকার। তিনি সিরিজের পোস্টার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখেছেন, ‘হেই বে।’

আরো পড়ুন: যে কারণে সন্তান নিতে ভয় পাচ্ছেন তামান্না

ওয়াকারের এই পোস্ট দেখে অনেক নেটিজেনের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি তারা নিজেদের সম্পর্কের ওপর সিলমোহর দিয়ে দিলেন? অনন্যা বলেছেন, আমি এমন একজন, যে প্রেমে পড়লে সবাইকে জানাতে পারি। তবে আমি তারও খেয়াল রাখি। আমরা যখন প্রচারের আলোতে থাকি, তখন সে হয়তো এমনটা পছন্দ নাও করতে পারে।

এখন সবার নজর রয়েছে অনন্যা ও ওয়াকারের এই নতুন প্রেমের দিকে, যা নিশ্চিতভাবেই বলিউডের একটি নতুন গল্পে পরিণত হবে।

আরো পড়ুন: মেয়ের জন্য যে সিদ্ধান্ত নিলেন দীপিকা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App