×

বিনোদন

অফিস থেকে তাড়িয়ে দেয়া হলো জ্যোতিকা জ্যোতিকে (ভিডিও)

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম

অফিস থেকে তাড়িয়ে দেয়া হলো জ্যোতিকা জ্যোতিকে (ভিডিও)

ছবি: সংগৃহীত

   

শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ও একাডেমির চুক্তিভিত্তিক পরিচালক জ্যোতিকা জ্যোতি। আওয়ামীলীগ সরকারের সময় তিনি এই পদে নিয়োগ পেয়েছিলেন। তবে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অফিসে প্রবেশের পরপরই সহকর্মীদের তীব্র প্রতিবাদের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে একাডেমি ছেড়ে যেতে বাধ্য হন জ্যোতি।

শিল্পকলা একাডেমির সিনিয়র ইনস্ট্রাক্টর আইরিন পারভীন লোপা জানান, ‘জ্যোতিকা জ্যোতির অফিসে আসা আমাদের জন্য অত্যন্ত বিস্ময়ের ছিল। তিনি এমন একজন, যিনি সরাসরি স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়েছেন এবং শিক্ষার্থীদের ওপর হামলা ও বৈষম্যবিরোধী আন্দোলনে তাদের বিরুদ্ধে কথা বলেছেন। এমন একজন ব্যক্তিকে আমরা সহকর্মী হিসেবে মেনে নিতে পারি না।’

জানা যায়, জ্যোতি দুপুর সাড়ে ১২টার দিকে অফিসে প্রবেশ করেন। তখনই সহকর্মীরা প্রতিবাদ জানাতে শুরু করেন। উত্তেজিত সহকর্মীদের দেখে জ্যোতি দরজা বন্ধ করে দেন। পরিস্থিতি বেগতিক দেখে তাকে অফিস থেকে চলে যেতে বলা হয়। আইরিন পারভীন আরো জানান, ‘আমরা তাকে বলেছি, তিনি যেন অফিস থেকে চলে যান। কারণ তিনি ‘আলো আসবেই’ নামক গ্রুপে যোগ দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতা করেছেন। এমন আচরণ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’

জ্যোতির দাবি ছিল, তিনি এখনো সরকারের একজন বৈধ কর্মকর্তা এবং তার অফিসে আসার অধিকার রয়েছে। তবে সহকর্মীদের আপত্তির মুখে শেষ পর্যন্ত তিনি বেলা ১টা ৫০ মিনিটে একাডেমি ত্যাগ করেন। ঘটনার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, জ্যোতিকা জ্যোতি ২০২৩ সালের মার্চ মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পেয়েছিলেন। তার এই নিয়োগের পর থেকে বিভিন্ন সময়ে বিতর্কের মুখে পড়েছেন এ অভিনেত্রী।

আরো পড়ুন: এবার বাস্তবে গ্রেপ্তার 'বাকের ভাই', তোলা হবে আদালতে


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App