সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম: শাবনূর

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১ পিএম

সালমান শাহ ও শাবনুর। ছবি: সংগৃহীত
আজ ১৯ সেপ্টেম্বর, ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহের জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। এদিনে তার সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা সালমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন। বিশেষ করে সালমানের দীর্ঘদিনের সহ-অভিনেত্রী শাবনূর তাকে নিয়ে প্রকাশ করেছেন নিজের আবেগঘন অনুভূতি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাবনূর লেখেন, ‘বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম, এক ইতিহাসের নাম। প্রিয় এই নক্ষত্র এখনো আমাদের সবার হৃদয়ে, ভাবনায়, অনুভবে বেঁচে আছে, বেঁচে থাকবে চিরকাল।’
তিনি আরো লেখেন, ‘জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে। আল্লাহপাক তোমাকে জান্নাতবাসী করুন।’
সালমান শাহ ১৯৯৩ সালে চলচ্চিত্রে আসেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে। তার স্মার্টনেস ও ব্যক্তিত্ব দিয়ে তিনি অল্প সময়ের মধ্যেই তরুণ প্রজন্মের আইকনে পরিণত হন। মাত্র সাড়ে ৩ বছরের ক্যারিয়ারে তিনি ২৭টি ছবিতে অভিনয় করেছেন, যার অধিকাংশই বক্স অফিসে সুপারহিট হয়।
সালমানের চলচ্চিত্র জগতে আগমন ঘটে মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে। তবে তার দীর্ঘতম এবং সবচেয়ে জনপ্রিয় জুটি ছিল শাবনূরের সঙ্গে। এই জুটি দর্শকের হৃদয়ে এতটাই প্রভাব ফেলেছিল যে, তাদের নতুন কোনো ছবি মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নামতো। আজও সালমান শাহের নাম উচ্চারিত হলেই শাবনূরের নাম যেন অনিবার্যভাবে উঠে আসে।
আরো পড়ুন: তারেক রহমান ও জোবাইদার সঙ্গে মৌসুমীর ছবি নিয়ে যা বললেন ওমর সানী
সালমানের সহ-অভিনেত্রী শাবনূর তাকে নিয়ে ব্যক্ত করেন যে, সালমান শাহ ছিলেন তার কাছে শুধু একজন সহকর্মীই নয়, বরং একজন অকৃত্রিম ভালোবাসার নাম।