হৃতিক-সুজানের সম্পর্ক ভাঙার কারণ জানালেন জায়েদ খান

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম

ছবি: সংগৃহীত
২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয় হৃতিক রোশন ও সুজান খানের। দীর্ঘ দিনের দাম্পত্যে দাঁড়ি টেনেছিলেন তারকা দম্পতি। তবে বিচ্ছেদের পরেও বন্ধুত্ব বজায় রয়েছে দুজনের মধ্যে। সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন জায়েদ খান।
জায়েদ খান বলেন, মুম্বই শহরের জন্যই হৃতিক ও সুজানকে বিচ্ছেদের পথে হাঁটতে হয়েছিল। অভিনেতার মতে, মুম্বই শহরে বিয়ে টিকিয়ে রাখা খুবই কঠিন।
সম্পর্কে সুজানের ভাই জায়েদ। দিদির বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, গায়ের চামড়া আসলে মোটা হতে হয়। পরিবারের পাশে থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরিবারে যদি এক জনের কিছু হয়, তা হলে তার প্রভাব প্রত্যেকের উপরে পড়ে। সত্যিই এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন নেই। এই বিষয়গুলির জন্য পরিণত বোধের প্রয়োজন।
আরো পড়ুন: ঠিকানা বদল করছেন দীপিকা-রণবীর
মুম্বইয়ের প্রসঙ্গে জায়েদ বলেন, “আমাদের শহরের দিকেই তাকিয়ে দেখুন। এমন একটা শহরে থাকি যেখানে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার অসংখ্য জায়গা রয়েছে। আমরা ডালহৌসিতে থাকি না। এই শহরে বিয়ে টিকিয়ে রাখা খুবই কঠিন।”
বিবাহবিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে সৌজন্য বজায় রেখেছেন হৃত্বিক ও সুজান। এই প্রসঙ্গে জায়েদ বলেন, আমরা খুবই প্রগতিশীল পরিবার। একটা প্রবাদ রয়েছে, জলের চেয়ে রক্তের ঘনত্ব বেশি। দুটো মানুষ একসঙ্গে থাকতে চাইছেন না। কিন্তু দুজনের মধ্যে বহু মিলও রয়েছে। তখন তো তাদের বিষয়টা বুঝতে হবেই। তাদের সন্তানও রয়েছে। পরস্পরের জন্য শ্রদ্ধা থাকাই মূল বিষয়।
হৃতিক প্রসঙ্গে জায়েদ বলেন, আমি হৃতিকেরও খুব ঘনিষ্ঠ। সত্যিই মানুষ হিসেবে অসাধারণ। তার মনটা খুব ভাল। হৃতিকের বর্তমান সঙ্গী সাবা আজাদও অসাধারণ নারী। আবার সুজানের বর্তমান সঙ্গী আরসালান গনিও ভাল মানুষ।