সিনে সন্ধ্যায় ইভানের ছবি ‘প্যাসেঞ্জার’

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম

‘প্যাসেঞ্জার’ সিনেমার একটি দৃশ্য
সিনে সন্ধ্যায় কাল দেখানো হলো নির্মাতা ইভান মনোয়ার'র ছবি ‘প্যাসেঞ্জার’। গ্যোটে ইনস্টিটিউট (জার্মান কালচারাল সেন্টার) এর আয়োজনে দৃক গ্যালারীতে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নির্মাতা ইভান মনোয়ার বলেন, সিনেমা আমাদের কাছে যুদ্ধ, আমাদের অস্ত্র ক্যামেরা। আন্দোলনের পর আসলে, এমন একটা সন্ধ্যা দরকার ছিলো। সিনেমা দেখা, আড্ডা, কথা মিলিয়ে কালকের মতো বৃষ্টিস্নাত সন্ধ্যা এই শহরে খুব কমই এসেছে। এতো বেশি দর্শক উপস্থিতি ছিল তাতে সত্যিই আমি অভিভূত।
আরো পড়ুন: কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ, কেন?
তিনি আরও বলেন, আমি ইন্ডি ফিল্মমেকারদের আহ্বান জানাই আপনারা ভালো খারাপ সব ধরণের শর্ট ফিল্ম’র চিত্রনাট্য নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, বাজেট আমরা দিবো, আপনারা ছবি বানাবেন। আমরা আপনাদের বানানো ছবিগুলো পৌঁছে দিবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে। আমরা আলাদা আলাদা নই, আমরা এক।
ইভান মনোয়ারের প্যাসেঞ্জার ছবিটির জন্য ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ইতোমধ্যে । গেল ৩০ আগস্ট ইনডিপেনডেন্ট ফিল্ম মেকারস কমিউনিটির উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর নির্মিত নির্মাতার ডকু ফিল্ম ‘দ্য সাউন্ড ইজ লাউড’ ‘জীবন সংগ্রামের ছবি’ প্রদর্শিত হয়েছে।
আরো পড়ুন: ‘গভীর রাতে শাড়ি চেঞ্জের সময় একজন রুমে ঢুকে পড়ে’
এছাড়া তিনি মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্ট এর জন্য নির্মাণ করছেন ‘অভিনেত্রী’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা।