২৬ বছরে চ্যানেল আই

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

২৬ বছরে চ্যানেল আই
হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই পদার্পন করছে রজত জয়ন্তী পেরিয়ে ২৬ বছরে। মঙ্গলবার (১ অক্টোবর) চ্যানেল আইয়ের জন্মদিন। এবারের জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে কোনো অনুষ্ঠান থাকবে না।
তবে চ্যানেল আইয়ের পর্দাজুড়ে থাকবে বিভিন্ন অনুষ্ঠান। জন্মদিন উপলক্ষে চ্যানেল আই পরিবারের সদস্যদের একদিনের বেতন প্রদান করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য।
আরো পড়ুন: ময়ুখ রঞ্জন ঘোষ: সাংবাদিকতা না নাটকীয়তা?
চ্যানেল আই বছর জুড়ে নানান অনুষ্ঠান প্রচার করে থাকে। শাইখ সিরজ-এর উপস্থাপনা এবং পরিচালনায় হৃদয়ে মাটি ও মানুষ, মুকিত মজুমদার বাবুর উপস্থাপনা এবং পরিচালনায় প্রকৃতি ও জীবন।
জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রা, তারকা কথন, টু দ্যা পয়েন্ট, হোয়াট এ শো । এ ছাড়াও নিয়মিত প্রচারিত হয় ম্যাগাজিন অনুষ্ঠান, নাটক টেলিফিল্ম, চলচ্চিত্র সহ নানা ধরনের বিনোদনধর্মী অনুষ্ঠান।