জুটিবদ্ধ হলেন শাহেদ ও আইরিন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ১২:০৭ এএম


‘ব্ল্যাক লাইট’ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করছেন রিয়াজুল রিজু। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান। তার বিপরীতে রয়েছেন আইরিন সুলতানা। ইতোমধ্যে কক্সবাজার-টেকনাফের মনোরম লোকেশনে প্রথম লটের শুটিং শেষ হয়েছে। নির্মাতা রিজু বলেন, অভিনেতা-অভিনেত্রী ও টেশনিশিয়ানসহ সবাই প্রচুর কষ্ট এবং শ্রম দিচ্ছেন। চলচ্চিত্রটি আধুনিক, উন্নতমনস্ক, শিক্ষিত ও রুচিশীল দর্শকদের জন্য নির্মাণ করছি। এই সিনেমার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ববাসী নতুন করে দেখবে। শাহেদ শরীফ খান বলেন, রিজু মেধাবী একজন নির্মাতা, ওর সঙ্গে কাজ করে খুবই এনজয় করছি। সঙ্গে কো-আর্টিস্ট, টেশনিশিয়ান তারাও খুবই ভালো কাজ করছে। দর্শক ভিন্ন কিছুই পাবে। চলচ্চিত্রটিতে ক্যামেরাম্যান হিসেবে রয়েছেন মীর হান্নান এবং কোরিওগ্রাফি করছেন মাটি সিদ্দিকী। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করছেন যাহের আলভী, রাহা তানহা খান, আবু হেনা রনি, মেহেদী আকাশ, আফরিনা আজাদ, আলিফ, পীরজাদা শহীদুল হারুণসহ অনেকে।