নিম্নমানের লেন্সে চোখের পর্দা ক্ষতিগ্রস্ত, হাসপাতালে শাওন মজুমদার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৩:২৩ পিএম

কমেডিয়ান, অভিনেতা ও রেডিও জকি শাওন মজুমদার। ছবি: সংগৃহীত
জনপ্রিয় কমেডিয়ান, অভিনেতা ও রেডিও জকি শাওন মজুমদার গুরুতর চোখের সমস্যায় ভুগছেন। সম্প্রতি একটি ওভিসি (ওয়ার্ল্ড ভিডিও কমার্শিয়াল) শুটিংয়ে আলাদিনের জ্বিন চরিত্রে অভিনয়ের সময় নিম্নমানের কন্টাক্ট লেন্স ব্যবহারের ফলে তার চোখের পর্দা ক্ষতিগ্রস্ত হয়।
শাওন জানিয়েছেন, শুটিংয়ের সময় মেকআপ টিম তাকে লেন্স পরার জন্য চাপ দেয়, যদিও তিনি আগে কখনো কন্টাক্ট লেন্স ব্যবহার করেননি এবং তার চোখে সমস্যা রয়েছে বলে ওই টিমকে জানান। পরে তাকে লেন্স পরিয়ে দেয়া হয়। এরপর থেকেই তার চোখে জ্বালা এবং ঘোলা দেখার সমস্যা শুরু হয়। সারাদিন ধরে এ সমস্যার কথা বারবার জানালেও, মেকআপ টিমের সদস্যরা এটি সাধারণ সমস্যা বলে শাওনকে আশ্বস্ত করেন।
শুটিং শেষে লেন্স খুলে ফেললে তিনি বুঝতে পারেন ডান চোখে ঘোলা দেখছেন এবং চোখদিয়ে অবিরাম পানি পড়ছে। সমস্যার তীব্রতা বাড়লে তিনি সরাসরি ইসলামি আই হাসপাতালে যান। সেখানে ডাক্তার তাকে জানান, নিম্নমানের লেন্সের কারণে তার চোখের পর্দা ফেটে গেছে।
ডাক্তার তাকে দুই সপ্তাহ আলো থেকে দূরে থাকতে এবং সবসময় চোখে সানগ্লাস পরে থাকার পরামর্শ দেন। শাওন প্রশ্ন তুলেছেন, এই অবস্থার জন্য দায়ী কে এবং তার ক্ষতিপূরণ কে দেবে?
আরো পড়ুন: যে প্রতারক সে সব সময়ই প্রতারক
শাওনের এই অভিজ্ঞতা তার ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। অভিনেতা এখন সুস্থতার অপেক্ষায় রয়েছেন।