×

বিনোদন

চুপি চুপি বিয়ে করলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৯:২২ এএম

চুপি চুপি বিয়ে করলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার

ছবি: সংগৃহীত

   

টেলিভিশন পর্দায় জনপ্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার সম্প্রতি বিয়ে করেছেন। বাঙালি রীতিতে গত মাসে সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি। গায়ে হলুদ, মেহেদি, সঙ্গীত থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত সব আনুষ্ঠানিকতাই নীরবে ও ঘনিষ্ঠ মহলে সম্পন্ন হয়েছে।

স্বীকৃতির বরের নাম রাহুল, তবে তিনি বিনোদন জগতের কেউ নন। বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে স্বীকৃতি জানান, ‘আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার। বিয়ে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। জানি না, বিয়ের ছবিগুলো কীভাবে প্রকাশ্যে এসেছে।’

বিয়ের ছবিতে স্বীকৃতিকে দেখা গেছে বাঙালি রীতিতে সাদা শাড়ি ও লাল-গোলাপি মিশিয়ে ডিজাইন করা ব্লাউজে। মাথায় ছিল বাঙালি ঐতিহ্যবাহী থার্মোকলের মুকুট ও হাতে গাছ কৌটো। অন্যদিকে, তার বর রাহুল সাদা শেরওয়ানি ও মাথায় পাগড়ি পরে ছিলেন। রিসেপশনের জন্য স্বীকৃতি বেছে নিয়েছিলেন অফ-হোয়াইট গাউন, আর রাহুল পরেছিলেন সাদা টাক্সিডো। পুরো অনুষ্ঠানের ভিডিও শুটও করেছেন স্বীকৃতি।

স্বীকৃতি মজুমদার ‘খেলাঘর’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে 'মেয়েবেলা'সহ আরো কয়েকটি চর্চিত ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত 'আলোর কোলে' ধারাবাহিকে ‘আলো’ চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে দাগ কাটে।

স্বীকৃতির ক্যারিয়ারের শুরুটা ইঞ্জিনিয়ারিং থেকে। তিনি একসময় চাকরিও পেয়েছিলেন। তবে অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই সেই চাকরি ছেড়ে দেন। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘পর্ণশ্রীর বেহালায় আমার বেড়ে ওঠা। যদিও আমার ব্যাকগ্রাউন্ড ছিল ইঞ্জিনিয়ারিংয়ের, অভিনয়কে ভালোবেসে শেষ পর্যন্ত এই পেশায় আসি।’

আরো পড়ুন: দাদা সাহেব ফালকে গ্রহণ করলেন মিঠুন

স্বীকৃতির বিয়ের ঘটনা অনেকের কাছেই চমকপ্রদ হলেও তার ভক্তরা তাকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App