সালমানের মুখ থমথমে, কাঁদছেন শিল্পা, হাসপাতালে বলিউড তারকারা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৫:১৩ পিএম

সালমান খান, শিল্পা শেঠি, সঞ্জয় দত্ত
হাসপাতালে একের পর এক বলিউড তারকা। সালমান খানের মুখ থমথমে, কান্নায় ভেঙে পড়েছেন শিল্পা শেঠি। শোকস্তব্ধ সঞ্জয় দত্ত। শনিবার (১২ অক্টোবর) রায়ে এরকমই ছিল ভারতের মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিত্র। ঘাতকের ছোড়া গুলিতে নিহত বাবা সিদ্দিকিকে শেষবারের মতো দেখতে ছুটে এসেছিলেন সবাই।
পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর সময় শিল্পা চোখের জল ধরে রাখতে পারছিলেন না। গাড়ির মধ্যেই কান্নায় ভেঙে পড়েছিলেন শিল্পা। রাজ কুন্দ্রাকেও দেখা যায়, এই কঠিন সময়ে স্ত্রীকে সঙ্গ দিতে।
সালমানের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বাবা সিদ্দিকির। তার ওপর নিরাপত্তা সুনিশ্চিত করতে সুরক্ষার জন্য চাপ দিচ্ছিলেন এ নেতা। প্রিয় বন্ধুর চলে যাওয়ায় ছুটে আসেন ভাইজান। এ সময় তার মুখ ছিল থমথমে। চেহারায় ফুটে উঠেছিল প্রিয়জন হারানোর কষ্ট।
এছাড়া কাজ ফেলে ছুটে এসেছিলেন হাসপাতালে এসেছিলেন সঞ্জয় দত্ত, জাহির ইকবাল। দুঃখপ্রকাশ করে রীতেশ দেশমুখ বলেন, ‘এই জঘন্য অপরাধের অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে’।
শনিবার (১২ অক্টোবর) নিহত হন বাবা সিদ্দিকি। এদিন সন্ধ্যায় পূর্ব বান্দ্রায় কোলগেট গ্রাউন্ডের কাছে তার বিধায়ক পুত্র জিশান সিদ্দিকির অফিসের বাইরে গুলি করে খুন করা হয় সিদ্দিককে। দুই থেকে তিন রাউন্ড গুলি চালানো হয় বলে পুলিশ সূত্রের খবর।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বাবা সিদ্দিকির মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, তিন আসামির মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তৃতীয়জন বর্তমানে পলাতক। তিনি বলেন, 'মুম্বাই পুলিশ প্রধান আমাকে জানিয়েছেন, দুজনকে গ্রেফতার করা হয়েছে। একজন উত্তরপ্রদেশের, অন্যজন হরিয়ানার। তৃতীয় হামলাকারী পলাতক থাকলেও পুলিশ তাকে ধরার চেষ্টা করছে।