×

বিনোদন

সালমানকে বিশেষ পরামর্শ দিলেন অনুপ জলোটা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১১:৩০ এএম

সালমানকে বিশেষ পরামর্শ দিলেন অনুপ জলোটা

ছবি: সংগৃহীত

   

বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর থেকেই সালমান খানের নিরাপত্তা নিয়ে চর্চা শুরু হয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দলের তরফে অভিনেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। তারপর সালমানের বাবা সেলিম খান দাবি করেন, সালমান জীবনে কোনো প্রাণীহত্যা করেননি। এই প্রসঙ্গে ভাইজানকে বিশেষ অনুরোধ করলেন গজল শিল্পী অনুপ জলোটা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সালমান প্রসঙ্গে মনের কথা জানান অনুপ। ১৯৯৮ সালে ছবির শুটিংয়ের ফাঁকে জোধপুরে কৃষ্ণসার হরিণহত্যা মামলার জেরে এখনো বিষ্ণোই সম্প্রদায় সালমানের উপরে চটে রয়েছে। অনুপ বলেন, ‘কে কাকে হত্যা করেছে, কেন করেছে, সে সব বিচার করার সময় এটা নয়। মাথায় রাখতে হবে, সালমানের কাছের বন্ধু বাবা সিদ্দিকিকে এই ঘটনার জেরেই খুন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এখন দু’পক্ষের সমস্যাটা কী ভাবে মেটানো যায়, সেটা ভাবতে হবে।’

অনুপের মতে, পরিস্থিতি ঠান্ডা করতে হলে সালমানের আপাতত ক্ষমা চেয়ে নেয়া উচিত। তিনি বলেন, ‘আমি সালমানকে অনুরোধ করব, নিজেকে এবং পরিবারের সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে নিতে। আমার বিশ্বাস, বিষ্ণোই সম্প্রদায় ওর ক্ষমা প্রার্থনা মেনে নেবেন।’ এর ফলে সালমান ভবিষ্যতে একটি সুস্থ জীবনযাপনের পথ খুঁজে পাবেন বলেই মনে করছেন অনুপ। তার কথায়, ‘ও কৃষ্ণসার হরিণ হত্যা করেছিল কি না, সেটা বিচার করার সময় এটা নয়। ওর ক্ষমা চেয়ে নেয়া উচিত।’

আরো পড়ুন: এক গানের বাজেটই ২০ কোটি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App