রনির পূর্বে সাদিয়ার বিবাহিত সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কের রহস্য ফাঁস

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০১:২৯ পিএম
একদিকে এক সাংবাদিকের ভিডিও ধারণ নিয়ে মিথ্যাচার, অন্যদিকে ভুতের গল্প নিয়ে ফেসবুক লাইভে এসে মিথ্যা নাটক,পরে ক্ষমা চাওয়া- এ সব নিয়ে সাদিয়া আয়মান এখন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু। ধারণা করা হচ্ছে নিজেকে ভাইরাল করতেই সাদিয়া এরকম ফন্দির আশ্রয় নিচ্ছেন। তবে এবার সামনে এসেছে তার ব্যক্তিগত জীবনের নানান কুকীর্তি।
এতকিছুর মাঝে জানা যায় সাদিয়ার ব্যক্তিজীবন বেশ প্রেমময়। বতর্মান নির্মাতা রেদোয়ান রনি সঙ্গে গভীর প্রেমে বুদ হয়ে আছেন সাদিয়া। কক্সবাজার থেকে শুরু করে দেশের বাইরে নেপাল,থাইল্যান্ডে সুখ স্মৃতি জড়িত এই দুজনের জীবনে।
প্রেমে আসক্ত সাদিয়ার অতীত ইতিহাস আরও বেশ ঘটনাবহুল ও রোমাঞ্চকর। নাটক পাড়ার সবার মুখে মুখে একটাই কথা, রনির আগে সাদিয়া আয়মান বরিশালে একটি নাটকের শুটিংয়ে গিয়ে বিবাহিত এক সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। সেই অভিনেতার স্ত্রীও প্রতিষ্ঠিত মডেল ও অভিনেত্রী। এই ঘটনা জানাজানি হওয়ার পর তাদের সংসার ভাঙতে বসেছিল প্রায়। কিন্তু তাদের ঘনিষ্ঠ দুই অভিনেতার হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেয়া হয়। এরপর স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে কোনোরকমে সংসার বাঁচান সাদিয়ার সেই সাবেক প্রেমিক ।
গত ২০ অক্টোবর ছিল রেদওয়ান রনির জন্মদিন। দিনটি উদযাপন করতে এক ছাদের নিচে হাজির হয়েছিলেন তার সহকর্মী ও ঘনিষ্ঠজনরা। উপস্থিত ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিমসহ আরও অনেকে। তবে সবার মধ্যে বিশেষভাবে নজর কাড়েন সাদিয়া আয়মান, যাকে পরোক্ষভাবে ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেন রনি।
নিজের ‘প্রিয়তমা’কে ধন্যবাদ জানিয়ে রনি লেখেন, "আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। "রেদওয়ান রনির পোস্টের পরপরই ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়। বিশেষ করে অভিনেত্রী সাদিয়া আয়মানের করা একটি মন্তব্য সকলের নজর কাড়ে। সেখানে সাদিয়া লিখেন, "আমার জীবনে যা পেয়েছি, তার মধ্যে তুমি সবচেয়ে সেরা।"
রেদওয়ান রনির সঙ্গে প্রেমের গুঞ্জ নিয়ে এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘সামাজিক মাধ্যমে মানুষ অনেক কিছুই বলে। এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না। তিনি আরও বলেন, ‘যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে। সামাজিক মাধ্যমে এমনিতে মানুষ কত কিছুই বলে। যে যা বলছেন, বলতে দেন। কি আর করার আছে।’ রনি-সাদিয়ার সম্পর্ক ঠিক কেমন জানতে চাইলে উত্তরে সাদিয়া আয়মান বললেন, ‘নরমাল, কেমন আর হবে।’এরপর আর কথা বাড়াননি। সোজাসুজি সংযোগ বিচ্ছিন্ন করে দেন অভিনেত্রী।
শুধু এতেই সীমাবদ্ধ নন সাদিয়া, সাদিয়ার আরেক সহকর্মী খায়রুল বাসারের সঙ্গে প্রেমে ডুবে ছিল সাদিয়া। অস্থির সাদিয়া সেখানেও বেশিদিন স্থায়ী হননি। এরপর অভিনেতা পার্থ শেখ, পরে মুসফিক ফারহানের সঙ্গেও তার প্রেমের গল্প শোনা যায়। তবে সেখানেও স্থায়ী হননি। এখন ধরা দিয়েছেন রনির হাতে। সেই ধারাবাহিকতায় পরের সুভাগ্যজন কে? সেটিই এখন দেখার অপেক্ষায়।