শেখ হাসিনার হুমকি নিয়ে ফারুকীর স্ট্যাটাস, যা লিখলেন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৭:১১ পিএম

মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগকে সত্য মেনে নেয়ার পরামর্শ দিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। জুলাই-আগস্টে সোশ্যাল মিডিয়ায় স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতাকে উদ্বুদ্ধ করেছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী । যে কারণে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে আওয়ামী লীগের চক্ষুশূলেও পরিণত হয়েছেন তিনি।
সম্প্রতি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারুকী। স্ট্যাটাসে তিনি দলটিকে কিছু সত্য মেনে নেয়ার পরামর্শ দিয়েছেন।
রবিবার (২৭ অক্টোবর) রাতের এ স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, জামায়াতকে যেমন ৭১ (১৯৭১ সালে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ) প্রশ্ন ডিল করতে হয়েছিল, এমনকি এখনো হচ্ছে। আওয়ামী লীগকেও ২৪ এবং তার আগের ১৬ বছর নিয়ে প্রশ্ন ডিল করতে হবে। এই সত্যটা আওয়ামী লীগ যতো দ্রুত বুঝবে ততোই তাদের এবং দেশের মঙ্গল।
এরপর বিগত সরকারের বিভিন্ন অবিচারের কথা উল্লেখ করে এই নির্মাতা বলেন, আপনি ভাব করবেন, জুলাইয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ মারেন নাই, ১৬ বছর ধরে গুমের সংস্কৃতি কায়েম করেন নাই, নিজের ক্যাশিয়ার দিয়ে ব্যাংক লুটপাট করেন নাই, বিচার-নির্বাহী-পুলিশ বাহিনী ধ্বংস করে দেন নাই, এমনকি সেনাবাহিনীর ভেতরে জিয়াউল আহসানের মতো নির্যাতনের টুল বানান নাই, সেটা হবে না। এতো এতো প্রমাণের যুগে অস্বীকার করাটা ব্র্যান্ড ইমেজ রক্ষা করার কোনো উপায় না।
এসময় সাবেক প্রধানমন্ত্রী শেষ হাসিনাকে উদ্দেশ্য করে ফারুকী বলেন, আর ফোনে এইসব হুমকি-ধামকি যে তার খুনি ইমেজটাই বড় করে তুলতেছে, এইটা বলার মতো লোকও পাশে নাই দেখে বুঝলাম কিভাবে সে মনস্টার হয়ে উঠলো।
সম্প্রতি শেখ হাসিনার পরপর কয়েকটি কল রেকর্ড ফাঁস হয়েছে। যেখানে তিনি দেশে ফেরার কথা বলেছেন। আবার কখনো অন্তবর্তীকালীন সরকার, বিএনপি-জামায়াত নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। ফারুকী সেসবের জবাবেই ফোনে হুমকি-ধামকির প্রসঙ্গ টেনে এনেছেন।