ওয়াশিংটনে প্রশংসা কুড়িয়েছে ‘দ্য স্টোরি অফ আ রক বাই’

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১২:০২ পিএম

ছবি : সংগৃহীত
ওয়াশিংটনের সিয়াটলে ১৯ তম তাসভীর ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি-আমেরিকান পরিচালক জ্যাক মীরের প্রথম ফিচার ফিল্ম ‘দ্য স্টোরি অফ আ রক বাই’ প্রিমিয়ার শোতে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। গত ১৯ অক্টোবর ওয়াশিংটনের প্যাকার আইম্যাক্স থিয়েটারে জমকালোভাবে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র উৎসব।
উৎসবে দক্ষিণ এশিয়ার ১১টি দেশের চলচ্চিত্র নির্মাতারা তাদের কাজ উপস্থাপন করেন। উৎসবে ৯০টি শর্ট ফিল্ম এবং ২২টি ফিচার ফিল্মসহ ৩০০টি ছবি জমা পড়ে।
জ্যাক মীর বলেন, এমন প্রতিযোগিতায় বিশেষ জায়গা করে নিতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এটাকে তার কাজের ‘প্রধান মাইলফলক এবং শেখার অভিজ্ঞতা’ হিসাবে বর্ণনা করেছেন তিনি।
‘দ্য স্টোরি অফ আ রক’-এর কাহিনীতে ফুটিয়ে তোলা হয়েছে একটি কিশোরী মেয়ের গল্প। গল্পের কাহিনীতে দেখানো হয়- কিশোরী মেয়েটির মা জীবিকার প্রয়োজনে মেয়েকে রেখে মধ্যপ্রাচ্যে চলে যায়। বেঁচে থাকার তাগিদে কিশোরী মেয়েটি শহরের বস্তিতে ঘুরে বেড়ায়। ছোট ভাইবোনদের দেখাশোনা করা, তাদের খাবার ব্যবস্থা ও শিক্ষার ব্যবস্থা করার দায়িত্ব নিতে হয় কিশোরী মেয়েটিকে। তার মা যখন প্রয়োজনীয় অর্থ যোগান দিতে ব্যর্থ হন, তখন মেয়েটিকে তাদের প্রয়োজনীয় খরচ বহন করতে কাজের সন্ধান করতে হয়। এ অবস্থায় মেয়েটি একটি মুদির দোকানে দাসীর কাজ নেয়। কিন্তু নিয়োগকর্তার আপত্তিকর আচরণের কারণে তাকে কাজটি ছেড়ে দিতে বাধ্য হতে হয়। এরপরই একটি দুর্ভাগ্যজনক ঘটনা তার পথ পরিবর্তন করে।
জ্যাক মীর তার সিনেমায় আকর্ষণীয় গল্প বলার কারণে বাংলাদেশ ও নিউ জার্সিতে সুপরিচিত। তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং অন্যান্য কাজে সাধারণ মানুষের গল্প সাবলিল ভাবে ফুটিয়ে তোলার মাধ্যমে তার নির্মাণশৈলীর একটি স্থায়ী চিহ্ন রেখে যান। ‘দ্য স্টোরি অফ আ রক’ তার চলচ্চিত্র নির্মাণের প্রতিশ্রুতিকে প্রতিনিধিত্ব করে।
জ্যাক মীরের বাংলাদেশে চিত্রায়িত ‘ওড টু অ্যান আর্ন এবং দ্য সেফ হাউস’ ২০১৯ সালে প্রদর্শিত হয়, যা তাকে সেরা পরিচালক এবং চলচ্চিত্রের জন্য সম্মান এনে দিয়েছে।
আরো পড়ুন : ‘এখন সিনেমাকেই বেশি প্রাধান্য দিচ্ছি’