×

বিনোদন

কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালকের রহস্যজনক মৃত্যু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১২:৩২ পিএম

কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালকের রহস্যজনক মৃত্যু

কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক গুরুপ্রসাদ। ছবি: সংগৃহীত

   

মারা গেছেন ভারতের কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ও পরিচালক গুরুপ্রসাদ। রবিবার (৩ নভেম্বর) বেঙ্গালুরুতে তাঁর অ্যাপার্টমেন্ট থেকেই মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। বেঙ্গালুরুর দাসানাপুরায় পরিচালকের অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করায় প্রতিবেশীরা ফোন করে খবর দেন। এরপরেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। তারা পৌঁছে ড্রয়িংরুম থেকে ঝুলন্ত অবস্থায় পচাগলা দেহ উদ্ধার করেন। ঘটনার তদন্ত চলছে। সেখানকার পুলিশ ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে এই তথ্য জানিয়েছে। 

জানা গেছে, আর্থিক অনটনে ভুগছিলেন গুরুপ্রসাদ, পাওনাদারদের চাপ ছিল তার ওপর । ৫২ বছর বয়সী এই পরিচালক বাসায় একা থাকতেন । ধারণা করা হচ্ছে সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন পরিচালক। জানা গেছে সম্প্রতি ফের বিয়ে করেছিলেন গুরুপ্রসাদ।  ‘মাতা’, ‘এদেলু মঞ্জুনাথ’-এর ছবি পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। 

তার আসন্ন প্রোজেক্ট ‘আদেমা’র কাজ এখনো শেষ হয়নি। শুধু ক্যামেরার পিছনে নয়, ক্যামেরার সামনেও সমান স্বচ্ছন্দ ছিলেন তিনি। বেশ কিছু কন্নড় ছবিতে অভিনয়ও করেছেন পরিচালক। 

সম্প্রতি পরিচালকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছিল। ভারতের টোটাল কন্নড় বুকস্টোরের মালিক লক্ষ্মীকান্ত প্রয়াত পরিচালকের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। তার দাবি, ২০১৯ সালে কন্নড় সাহিত্য ও সিনেমার সম্পর্কিত নানান বই কিনেছিলেন তিনি। ১০০টি বইযের উপর ছাড়ও দাবি করেছিলেন।  ৭৫টি বইয়ের মোট ৫টি করে সেট কিনেছিলেন ছাত্রদের জন্য। সেই বইয়ের ৬৫ হাজার টাকা দাম পরিশোধ করেননি তিনি। 

 ফোনেও  যোগাযোগ করা যাচ্ছিল না পরিচালকের সঙ্গে, বাড়ির ঠিকানা পর্যন্ত বদলে ফেলেন গুরুপ্রসাদ। গত কয়েকদিন ধরেই পরিচালককে বাড়ির বাইরে বেরোতে দেখেননি প্রতিবেশীরা। প্রসঙ্গত, ‘মাতা’, ‘এদেলু মঞ্জুনাথ’-এর ছবি পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার আসন্ন প্রোজেক্ট ‘আদেমা’র কাজ এখনো শেষ হয়নি। শুধু ক্যামেরার পিছনে নয়, ক্যামেরার সামনেও সমান স্বচ্ছন্দ ছিলেন তিনি। বেশ কিছু কন্নড় ছবিতে অভিনয় করেছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App