×

বিনোদন

বাস্তবেও কি ‘অ্যানিম্যাল’-এর মতোই সম্পর্ক রণবীর-তৃপ্তির?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৯:০৮ এএম

বাস্তবেও কি ‘অ্যানিম্যাল’-এর মতোই সম্পর্ক রণবীর-তৃপ্তির?

ছবি: ইন্টারনেট

   

‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন তৃপ্তি ডিমরি। তার আগে একাধিক ছবিতে কাজ করলেও এই ছবিই রাতারাতি জনপ্রিয়তা এনে দেয় অভিনেত্রীকে। রণবীরের সঙ্গে শয্যাদৃশ্যের জন্য বিতর্কেও পড়তে হয় তৃপ্তিকে। সেই বিতর্ক ফের একবার উস্কে দিলেন সুনীল গ্রোভার।

‘ভুল ভুলাইয়া’ ছবির প্রচারে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’-তে হাজির হয়েছিলেন তৃপ্তি। তখনই রসিকতা করতে গিয়ে নাকি তৃপ্তিকে নিয়ে একটি বেফাঁস মন্তব্য করেন সুনীল। কৌতুকশিল্পী তৃপ্তিকে প্রশ্ন করেন, “আপনিই ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করেছিলেন?” উত্তরে তৃপ্তি বলেন, “হ্যা, আমিই ছিলাম সেই ছবিতে।”

এই শুনেই বিতর্কিত মন্তব্যটি করে বসেন সুনীল। তিনি ফের প্রশ্ন করেন, ‘রণবীর কাপুরের সঙ্গে আপনি যেটা করলেন, আশা করছি সেটা শুধুই শুটিং ছিল। বাস্তবেও এমন কিছু ঘটেনি তো?’ তৃপ্তি হেসে উড়িয়ে দেন ঠিকই। তবে এই প্রশ্ন করায় ট্রোলড হচ্ছেন সুনীল।

আরো পড়ুন: প্রিন্সেস ডায়নার কণ্ঠহার পরে জনসম্মুখে মার্কিন তারকা কিম কার্দাশিয়ান

এই অংশের ভিডিয়ো দেখে তৃপ্তির অনুরাগীদের দাবি, ‘এই প্রশ্ন তৃপ্তিকে যথেষ্ট অপ্রস্তুত করেছে।’ তবে সুনীল গ্রোভারের অনুরাগীদের দাবি, স্রেফ মজার ছলেই নাকি এই মন্তব্য করেছেন তিনি। তবে অধিকাংশ নেটাগরিকের বক্তব্য, এমন ভাবে কাউকে অপ্রস্তুত করা উচিত নয়।

‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর অভিনীত চরিত্রের স্ত্রীর ভূমিকায় ছিলেন রশ্মিকা মান্দানা। তৃপ্তি অভিনীত চরিত্র জোয়ার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় রণবীর অভিনীত চরিত্রটি। সেই সম্পর্কের ভিত অবশ্য শুধুই শরীর নির্ভর। এর জন্য নগ্ন দৃশ্যে অভিনয় করতে হয় তৃপ্তিকে। একই সমীকরণ বাস্তবেও রয়েছে কি না, এই প্রশ্ন শুনে তাই থতমত খেয়ে যান এই অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App