×

বিনোদন

গোপনে থাকা আরিফিন শুভর দেখা মিললো ভারতে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১১:০০ পিএম

গোপনে থাকা আরিফিন শুভর দেখা মিললো ভারতে

চিত্রনায়ক আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

   

বছরের শুরুটা দুর্দান্ত হলেও শেষের দিকটা যেন কিছুটা ম্লান হয়ে গিয়েছিল। গত জুলাই থেকে আড়ালে চিত্রনায়ক আরিফিন শুভ। ছাত্র আন্দোলনে নীরব থাকায় তাকে নিয়ে যখন সমালোচনা হচ্ছিল, সে সময় হঠাৎ করেই জানান দেন বিবাহবিচ্ছেদের কথা। এরপর আবারো অন্তরালে অভিনেতা। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার সরকারি প্লট বাতিল নিয়ে আলোচনা তৈরি হলেও শুভ ছিলেন নিশ্চুপ। তবে আবারো বলিউডে কাজের মাধ্যমে ভক্তদের সুখবরটি দিলেন তিনি। 

জানা যায়, সৌমিক সেনের ‘জ্যাজ সিটি’র শুটিংয়ে কলকাতায় গেছেন আরিফিন শুভ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত সপ্তাহে শুরু হয়েছে সিরিজটির শুটিং। শুটিংয়ে যোগ দিতে শুক্রবার (৮ নভেম্বর) কলকাতায় গেছেন শুভ। ‘জ্যাজ সিটি’ সিরিজটি তৈরি হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। তবে বাংলাদেশে এর কোনো অংশের শুটিং হবে না।

গত জুনেই জানা গিয়েছিল শুভর এই সিরিজের খবর। এতে শুভর বিপরীতে আছেন সৌরসেনী মিত্র। এ ছাড়া টালিউড ও বলিউডের একাধিক অভিনয়শিল্পীকে দেখা যাবে এই সিরিজটিতে। যেহেতু মুক্তিযুদ্ধের সময়ের গল্প, তাই সত্তরের দশকের আদলে সেট বানিয়েই চলছে শুটিং।

আরো পড়ুন: অনুতপ্ত নাকি আরো খুন করার উস্কানী দিচ্ছে?

‘জ্যাজ সিটি’র নির্মাতা সৌমিক সেন যুক্ত ছিলেন গত বছর মুক্তি পাওয়া জনপ্রিয় হিন্দি সিরিজ ‘জুবিলি’র সঙ্গে। বিক্রমাদিত্য মোতওয়ানের সঙ্গে যৌথভাবে সিরিজটির চিত্রনাট্য লিখেছিলেন সৌমিক। প্রেক্ষাপট ছিল চল্লিশের দশকের শেষের দিকের মুম্বাই শহর ও বলিউডের শুরুর দিকের ঘটনা। জুবিলির মতো নতুন এ সিরিজেও সৌমিক পর্দায় তুলে ধরবেন পুরোনো প্রেক্ষাপট।

ইংরেজিসহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজে। একাধিক সুরকার এবং গীতিকার থাকলেও পরিচালক নাকি একটি নারীকণ্ঠ ব্যবহার করতে চলেছেন। মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠ শুনতে পাবেন সবাই। 

জ্যাজ সিটি পশ্চিমবঙ্গে আরিফিন শুভর তৃতীয় ওয়েব কনটেন্ট। এর আগে করেছেন অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’ ও রাহুল মুখার্জির ‘লহু’। সত্তরের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল ‘উনিশে এপ্রিল’। শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশিস রায় প্রমুখ। গত জুলাইয়ে ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডেতে মুক্তি পেয়েছে ওয়েব সিনেমাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App