×

বিনোদন

স্তন ক্যান্সারের যন্ত্রণার মাঝে হিনার আবেগঘন স্ট্যাটাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৯:০০ এএম

স্তন ক্যান্সারের যন্ত্রণার মাঝে হিনার আবেগঘন স্ট্যাটাস

হিনা খান

   

দীর্ঘদিন ধরেই স্তন ক্যান্সারে আক্রান্ত  বলিউড অভিনেত্রী হিনা খান। মাঝেমধ্যেই শরীরে নানা সমস্যাও দেখা দিচ্ছে তার। এই রোগের চিকিৎসার মাঝেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় পোস্ট দিয়ে থাকেন যা নিয়ে ভক্ত-অনুরাগীরা বেশ চিন্তিত থাকেন।

সম্প্রতি হিনা এমন কিছু পোস্ট করেন, যা নিয়ে সকলেই চিন্তিত। ভক্তরা প্রশ্ন করছেন কেন হিনার এমন স্ট্যাটাস? অভিনেত্রী এমন কিছু কথা লিখেছেন, যা তার ভক্তদের হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছে। অনেকের মনে ভয় যে, হিনা হয়ত সাহস হারিয়ে ফেলছেন এবং তাতে তার অসুস্থতাও বেড়ে যেতে পারে। হিনার জন্য অনেককে প্রার্থনা করতেও দেখা গেছে।

অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘হে আল্লাহ, আমি জানি না আমার জন্য আপনার কী পরিকল্পনা। কিন্তু আমি সব সময় আপনার উপর বিশ্বাস রাখতে চাই।’ 

আল্লাহর প্রতি বিশ্বাস আছে উল্লেখ করে তিনি বলেন, ‘এমনকি, দুঃখ-কষ্ট ও যন্ত্রণার মুহূর্তেও। বহু অনিশ্চয়তার মধ্যেও আমি আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস করি। এমন কঠিন অবস্থা থেকে আমায় বের করুন।’হিনা খান আল্লাহর কাছে সাহস চেয়েছেন, তাকে পথ দেখানোর অনুরোধ করেছেন। যেভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেছেন অভিনেত্রী, তা দেখে মনে হচ্ছে হিনা তার জীবন আল্লাহর হাতে তুলে দিয়েছেন। আল্লাহ যে সিদ্ধান্ত নেবেন, হিনা তা মনেপ্রাণে মেনেও নেবেন।

উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহে লাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।  এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App