‘প্রিয় মালতী’র লড়াকু গল্প ঘুরছে আন্তর্জাতিক উৎসবে (ভিডিও)

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০১:০৪ পিএম

‘প্রিয় মালতী’র লড়াকু গল্প ঘুরছে আন্তর্জাতিক উৎসবে
আবারও এক ভালো খবর নিয়ে হাজির ‘প্রিয় মালতী’। সিনেমাটিতে যুক্ত হলো আরও এক মর্যাদার পালক। এশিয়া মহাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী উৎসব ’ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র (ইফি) ৫৫ তম আসরে ‘প্রিয় মালতী’ পেয়েছে অফিসিয়াল সিলেকশন। অর্থাৎ, উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সিনেমাটি।
ইফির ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে প্রতিযোগিতা করবে দেশের ‘প্রিয় মালতী’। ভারতের গোয়ায় উৎসবের পর্দা উঠবে ২০ নভেম্বর, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। সেখানে পানজিম অডিটোরিয়াম-৪ এ ২৭ নভেম্বর প্রদর্শনী রয়েছে সিনেমাটির। অফিসিয়াল সিলেকশনের তথ্যটি ওয়েব সাইটে নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ। তালিকায় বিভিন্ন দেশের ৭১টি সিনেমা রয়েছে।
শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী । ‘প্রিয় মালতী’ সিনেমাটি ইফিতে প্রদর্শিত হওয়াকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন পরিচালক।
তিনি বলেন, উপমহাদেশের গুরুত্বপূর্ণ এবং ভারতের সবচেয়ে বড় উৎসব ইফি। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সংস্কৃতি ও অভিজ্ঞতার অনেক কিছুই এক। তাই সংস্কৃতির যে যোগাযোগটা হওয়া প্রয়োজন সেটা ’প্রিয় মালতী’ দিয়ে করা সম্ভব বলে মনে করি।

শুধু তাই নয়, সিনেমা পরিবেশনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এ উৎসব। শঙ্খ বলেন, সাবকন্টিনেন্টের গুরুত্বপূর্ণ মানুষরা এ উৎসবে থাকেন। যা আমাদের সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনার ক্ষেত্রে সাহয্য করতে পারে। ’প্রিয় মালতী’র মাধ্যমে সিনেমার বৃহত্তর স্বার্থে আরও নানা রকম সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এ উৎসবে।
সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। উপমহাদেশের গুরুত্বপূর্ণ উৎসবে ‘প্রিয় মালতী’ যুক্ত হওয়ায় আনন্দিত তিনি। বলেন, ইফি–তে ‘প্রিয় মালতী’ সিলেক্ট হওয়ায় আমি ও আমাদের টিম দারুণ অনুপ্রাণিত। উৎসবে নির্বাচিত হওয়ার ব্যাপারটি মাথায় রেখে তো আর কাজটা করিনা। কিন্তু যখন সেটা নির্বাচিত হয়ে যায় তখন খুবই ভালো লাগে। বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারছে, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগবে যখন দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবে।
মেহজাবীন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। সিনেমাটি দেশের দর্শকরা কবে দেখতে পাবেন, তা চূড়ান্ত করে বলেননি সংশ্লিষ্টরা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
এদিকে, কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ওয়ার্ল্ড সিনেমা’ বিভাগে প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছে ’প্রিয় মালতী’। উৎসবটি ১৩ নভেম্বর শুরু হয়েছে কায়রোতে, চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
এরই মধ্যে উৎসবে যোগ দিয়েছেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত, অন্যতম প্রযোজক আদনান আল রাজিব, নির্বাহী প্রযোজক মো. হাবিবুর রহমান তারেক ও অভিনেত্রী মেহবাজীন চৌধুরী।