সেন্টমার্টিনের কুকুর নিয়ে তারকারা সরব কেন?

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৫:০০ পিএম

ছবি : সংগৃহীত
বিনোদন জগতের বেশ কয়েকজন তারকা সম্প্রতি সেন্টমার্টিন দ্বীপের কুকুরদের দুর্দশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। তাদের মধ্যে অন্যতম ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর, যিনি তার ফেসবুক স্ট্যাটাসে সেন্টমার্টিনের কুকুরদের জন্য সরকারের দায়িত্ববোধে অবহেলা না করার জন্য আহ্বান জানান।
নিলয় আলমগীর তার পোস্টে বলেন, ‘সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনারা প্লিজ সেন্টমার্টিনের কুকুরদের নিয়ে কিছু লেখেন। সরকারকে তো দায়িত্ব নিতে হবে। এত এত কুকুর, খাবারের অভাবে মরে যেতে পারে না।’
তিনি আরো যোগ করেন, ‘তাছাড়া, দেশে কুকুর নিয়ন্ত্রণের জন্য কি সরকার কোনো বন্ধ্যত্বকরণ কর্মসূচি নিয়েছে? আর যদি নেয়, তাহলে সাধারণ মানুষ তা জানে না কেন?
এ সময়, সেন্টমার্টিন দ্বীপের পরিস্থিতি নিয়েও নিলয় আলমগীর চিন্তিত। তিনি বলেন, যতটা সম্ভব, আমাদের কুকুরদের পাশে দাঁড়ানো উচিত, কারণ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এদের জন্য কিছু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, সেন্টমার্টিন দ্বীপে সম্প্রতি পর্যটকদের সীমিত করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, নভেম্বর মাসে রাতযাপন নিষিদ্ধ এবং ডিসেম্বর-জানুয়ারিতে প্রতিদিন মাত্র দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন। গত অক্টোবরে সরকারের এই সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর থেকেই সেন্টমার্টিনে পর্যটকদের আগমন কমে গেছে, যার প্রভাব পড়েছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কুকুরসহ বিভিন্ন বন্যপ্রাণীর ওপরও।
অপরদিকে, এই বিষয়ে নিলয় আলমগীরের মতামত শেয়ার করেছেন আরো দুই জনপ্রিয় অভিনেত্রী, তানিয়া বৃষ্টি এবং সামিরা খান মাহি। তারা একযোগভাবে সেন্টমার্টিনের কুকুরদের প্রতি সহানুভূতি জানিয়ে সরকারের সহায়তা দাবি করেছেন এবং সাধারণ মানুষকেও কুকুরদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
তাদের পোস্টের নিচে মন্তব্যের ঘরে অনেকেই তাদের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। বেশ কিছু মন্তব্যে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে সেন্টমার্টিনের কুকুরদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করা যায়।