প্রকাশ্যে মেজাজ হারালেন আয়ুষ্মান, কিন্তু কেন?

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:১৫ এএম

প্রকাশ্যে মেজাজ হারালেন আয়ুষ্মান খুরানা। ছবি: সংগৃহীত
অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই মেজাজ হারালেন আয়ুষ্মান খুরানা। অভিনয়ের সঙ্গে তার কণ্ঠের ভক্তও অসংখ্য। সম্প্রতি নিজের গানের দল ‘আয়ুষ্মান ভব’ নিয়ে আমেরিকায় অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। সেখানেই এক অনুরাগীর কাণ্ডে চটে যান অভিনেতা তথা গায়ক।
আয়ুষ্মানের এই অনুষ্ঠান ছিল গত শনিবার (১৬ নভেম্বর)। মঞ্চে গান গাইতে ওঠেন তিনি। মুহূর্তে তার গানের মূর্ছনায় মেতে ওঠেন শ্রোতারা। ‘ভিকি ডোনার’ ছবির জনপ্রিয় গান ‘পানি দা’ গাওয়ার পর বিরতির প্রস্তুতি নিচ্ছিলেন আয়ুষ্মান। তখনই এক অনুরাগী মঞ্চের দিকে ছুড়ে দেন ডলার। গায়ক-অভিনেতাকে উৎসাহ দিতেই তার এই অদ্ভূত কাণ্ড। কিন্তু এই দেখে চটে যান আয়ুষ্মান। ঘটনার আকস্মিকতায় তাৎক্ষণিক মেজাজ হারালেও পরক্ষণেই নম্রভাবে এমন কাজ না করার অনুরোধ জানান তিনি।
আরো পড়ুন: প্রশংসায় ভাসছেন আল্লু অর্জুন (ভিডিও)
বিরতি নিতে গিয়েও ফিরে আসেন আয়ুষ্মান। হাতে মাইক নিয়ে অভিনেতা বলেন, ‘পাজি, এমন করবেন না দয়া করে। এসব না করে আপনি দান করে দিন অথবা অন্য কিছু করুন অনুগ্রহ করে। আমি আপনাকে খুব ভালবাসি। আপনার যথেষ্ট সম্মান রয়েছে। তাই দানছত্র খুলে এই কাজটা করুন। কাউকে না দেখিয়ে, কাউকে না বলে এই অর্থ দান করে দিন। আমি এই টাকা দিয়ে কী করব বলুন?’
আয়ুষ্মানের এই মন্তব্যে করতালিতে ভরিয়ে দেন শ্রোতারা। ফের গান শুরু করেন অভিনেতা তথা গায়ক। সামাজিকমাধ্যমেও আয়ুষ্মানের এই বক্তব্য ছড়িয়ে পড়েছে এবং প্রশংসিত হচ্ছে। ছড়িয়ে পড়া ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘লাইভ অনুষ্ঠানে এমন অসম্মানজনক কাণ্ড দেখে সত্যিই খুব খারাপ লাগছে। গান না শুনে অনুরাগী টাকার বান্ডিল ছুড়ছে! গানে কোনো মন নেই এদের। নিজের অর্থের বহর দেখাতে এসেছে। কোনো রুচি নেই।’