মৌলিক গানে ফিরলেন তানভীর তমাল

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম

মৌলিক গানে ফিরলেন তানভীর তমাল
প্রায় একযুগেরও বেশি সময় পরে মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে আবারও প্রত্যাবর্তন করছেন অপ্রকাশিত আধুনিক গানের শিল্পী তানভীর তমাল।
সম্প্রতি টিএমএল মিউজিক লেভেলের মাধ্যমে পরাজিত নই শিরোনামের গানটি নির্মাণের সকল কর্মযজ্ঞ সম্পন্ন হয়ে ১৫ নভেম্বর সোশ্যাল মিডিয়াসহ সকল ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
প্রচলিত জীবন সংগ্রামের চ্যালেঞ্জ মোকাবেলায় হার না মানার গল্পের প্রতিচ্ছবি চমৎকার ভাবে ফুটে উঠেছে গানটিতে।
গানটির কাব্যছন্দ, সুর এবং আলফা লেভেলের সঙ্গীত আয়োজন অনেকটাই ব্যতিক্রম হলেও নিঃসন্দেহে শ্রোতাদের মুগ্ধ করবে বলে বিশ্বাস করেন গানটির শিল্পী ও নির্মাতারা।
অসাধারণ কাব্যময় শব্দের নান্দনিকতা বজায় রেখে সুর প্রক্ষেপণে শিল্পী তানভীর তমালের উচ্চারণ দক্ষতার প্রমাণ মেলে।
বাস্তব জীবনের প্রতিচ্ছবি আমি পরাজিত নই গানটির কথা ও সুর রচনা করেছেন সোলায়মান আকন, সঙ্গীত আয়োজন করেছেন বাংলা, হিন্দি ও তামিল গানের এ সময়ের জনপ্রিয় কম্পোজার রূপক তিয়ারী এবং মাস্টার অডিও মিক্সিং করেছেন তরুণ অডিও ইঞ্জিনিয়ার এবং মিউজিক মাষ্টার মুহিত জি।
গানটি নির্মাণে দেশ এবং দেশের বাইরের রিসোর্স সংগঠনে সমন্বয়কের ভূমিকা পালন করেছেন মোশারফ আজমী।