×

বিনোদন

পুষ্পা টু’র প্রিমিয়ারে ভক্তের মৃত্যু, নায়কের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ এএম

পুষ্পা টু’র প্রিমিয়ারে ভক্তের মৃত্যু, নায়কের বিরুদ্ধে মামলা

নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। ছবি : সংগৃহীত

   

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত বহু আলোচিত ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত হয়েছে ওই নারীর ৯ বছর বয়সি ছেলে।

হায়দরাবাদে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত-মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে মামলার জালে ফাঁসলেন ছবির নায়ক আল্লু অর্জুন। ভারতীয় গণমাধ্যমের খবর, শুধু নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

হায়দরাবাদ পুলিশের এক বড় কর্তা জানান, নিহত ওই নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই রুজু হয়েছে মামলা। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। তার কথায়, ‘থিয়েটারের ভেতরে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে আইন মেনে।

গত বুধবার রাতে হায়দরাবাদে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ছিল ভিড় উপচে পড়া ভিড়। এমনকি, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল পুলিশ। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে, যখন থিয়েটারের সামনে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে যেয়েই অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সি সেই নারীর। তার ৯ বছরের বালিকা কন্যাও গুরুতর আহত। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগে গত ১৭ নভেম্বর ট্রেলার রিলিজ হয় ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার। সেদিন বিহারের পাটনায় ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হুলস্থুল কাণ্ড ঘটে। প্রিয় অভিনেতা, অভিনেত্রীকে দেখতে লাখ লাখ ভক্তের ভিড় সামলাতে বেগ পেতে হয় ১২০০ নিরাপত্তারক্ষীর।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু: দ্য রুল’ ২০২১ সালের ব্লকবাস্টার 'পুষ্পা: দ্য রাইজ'-এর একটি সিক্যুয়াল। সিনোমাটি প্রথমদিনেই একাধিক ভাষায় প্রায় ১০ হাজার স্ক্রিনে মুক্তির জন্য নির্ধারিত হয়েছে। এতে অভিনয় করেছেন আল্লু অর্জুন, রাশমিকা  মান্দান্না, ফাহাদ ফাসিলসহ আরো অনেকে।

আরো পড়ুন : অগ্রিম টিকিটেই বাজিমাত আল্লু অর্জুনের পুষ্পা-২

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App