ফারুকীর ‘৮৪০’ দেখা যাবে যেসব সিনেমা হলে

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ এএম

ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়। ছবি : সংগৃহীত
বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে গল্পে ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে দেশের মানসম্মত ১৫টি সিনেমা হলে দেখা যাচ্ছে এই সিনেমা।
২০০৭ সালে ফারুকী নির্মিত দর্শকপ্রিয় নাটক ‘৪২০’’-এর ডাবল আপ ‘৮৪০’ সিনেমা। যে কারণে ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে। এছাড়াও ‘৮৪০’-এর পোস্টার, ট্রেলার ও প্রিমিয়ার শো ইতোমধ্যে শোরগোল তৈরি করেছে দর্শকদের মাঝে। ফলে ধারণা করা যাচ্ছে, প্রেক্ষাগৃহ থেকেও দর্শকেরা সিনেমাটি উপভোগ করবেন।
জানা গেছে, দেশের সবচেয়ে আধুনিক মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রামের ছয়টি শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি। এছাড়াও ঢাকার ব্লক বাস্টার সিনেমাস ও শ্যামলী সিনেমা, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, বগুড়ার মম ইন এবং পাবনার রূপকথায় সিনেমাটি দেখা যাচ্ছে প্রথম সপ্তাহে।
আরো পড়ুন : দুঃসংবাদ দিয়ে অনুরোধ উপদেষ্টা ফারুকীর
এর আগে গত বুধবার ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়। সেখানে ছবির কলাকুশলীদের সঙ্গে ছবিটি উপভোগ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ আরো অনেকেই। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
‘৮৪০’ এ অভিনয় করেছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকে। ছবিয়াল প্রোডাকশন থেকে এই সিরিজটির প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সহ প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর।