অস্কারের ৯০ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন র্যাচেল মরিসন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৮, ০৩:০৭ পিএম

৯০ বছরের অস্কারের ইতিহাসে কোনো নারীই সেরা সিনেমাটোগ্রাফার পদে পুরস্কারের জন্য কখনোই মনোনয়ন পাননি।
কিন্তু গত মঙ্গলবার ঘোষিত ৯০তম অস্কারের মনোনয়ন তালিকায় প্রথম নারী হিসেবে মনোনয়ন পেয়েছেন র্যাচেল মরিসন। তিনি ‘মাডবাউন্ড’ সিনেমার চিত্রধারণ করার জন্য এ ক্যাটাগরিতে পুরস্কার পেতে যাচ্ছেন।
গত ডিসেম্বরে নিউ ইয়র্ক, শিকাগো ও নর্থ ক্যারোলিনায় চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে নিজের কাজের স্বীকৃতি পেয়েছেন রাচেল মরিসন। কিন্তু চলচ্চিত্রের সর্বোচ্চ আসরে মনোনয়ন পাওয়া সম্পূর্ণই বিশাল ব্যাপার। মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তিনি।
তাকে শুভেচ্ছা জানিয়ে ‘মাডবাউন্ড’ ছবির পরিচালক ডি রিসও বলেন, ‘আমি আনন্দিত মরিসন তার কাজের স্বীকৃতি পেতে যাচ্ছে। সে একজন অসাধারণ ক্যামেরাশিল্পী।’
মুক্তির অপেক্ষায় থাকা মার্বেল সিরিজের ‘ব্ল্যাক প্যানথার’ ছবিতেও সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন র্যাচেল মরিসন। ছবিটি মুক্তি পাবে আগামী মাসে।