মহান বিজয় দিবসে ‘জয় বাংলা‘ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাগজ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ এএম

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান। ছবি : ভোরের কাগজ
পদক্ষেপ বাংলাদেশ-এর আয়োজনে সংস্কৃতি বিকাশ কেন্দ্রের মুক্ত আঙিনায় জাতীয় সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে মহান বিজয় দিবস-২০২৪ উদ্যাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ‘জয় বাংলা’ শীর্ষক সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদক্ষেপ বাংলাদেশ-এর সভাপতি বাদল চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান। সম্মানিত অতিথি ছিলেন সাংবাদিক কাজী রফিক, আবৃত্তিশিল্পী মীর বরকত ও কবি রাসেল আশেকী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি; একক সংগীত, নৃত্য, আবৃত্তি। শিশু চিত্রশিল্পীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও কবিকণ্ঠে বিজয়ের ছড়া ও কবিতা পাঠের আয়োজন।
দলীয় আবৃত্তি পরিবেশন করে ঢাকা স্বরকল্পন, শিল্পবৃত্ত, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র এবং কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। দলীয় সংগীত পরিবেশন করে গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলা, সুরনন্দন ও মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা। দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যাক্ষ, শিল্পবৃত্ত, মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা।
একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ফয়জুল্লাহ সাঈদ, সাফিয়া খন্দকার রেখা, তারেক আলী মিলন, সাজিদা খানম, সৈয়দ ইবতিদার আলী, রাজিয়া রহমান, অনিকেত রাজেশ, মিসবাহিল মোকার রাবিন, পলি পারভীন ও আনিসুর রহমান রিমন।
আরো পড়ুন : বিজয় দিবসে রাজধানীতে তিনটি কনসার্ট