কন্যা জন্মের পর থেকে অপরাধবোধে ভুগছেন বরুণ ধাওয়ান

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:০১ পিএম

ছবি : সংগৃহীত
ভারতের বলিউড তারকা বরুণ ধওয়ান চলতি বছর কন্যা সন্তানের বাবা হন । সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন অভিনেতা। তবে ঘরে ফুটফুটে সন্তান আসায় খুশির বন্যা বইলেও তিনি ভুগছেন অপরাধবোধে।
বরুণ ধওয়ানের কথায়, ‘‘আজকাল ভীষণ অপরাধবোধ ভুগছি। মেয়েকে কোলে নিয়ে ঘোরাতেও পারছি না। সারাদিন বড্ড মিস্ করি ওকে। এমনটা আগে কখনো কাউকে মিস্ করিনি যেটা মেয়ের ক্ষেত্রে হচ্ছে।’’
গেল ৩ জুন স্ত্রী নাতাশা দলালের কোলে এসেছে প্রথম সন্তান। বরুণ নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন, কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। তবে খুদে সদস্যের ছবি এখনও প্রকাশ্যে আসেনি। মেয়ের নাম দিয়েছেন লারা।
আরো পড়ুন : বরুণ-কীর্তির প্রথম সিনেমা ‘বেবি জন’ মুক্তি পাবে ২৫ ডিসেম্বর
বিয়ের আগে পোশাকশিল্পী নাতাশার সঙ্গে ১৪ বছরের বন্ধুত্ব ছিল বরুণের। ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন তারা। তিন বছরের মাথায় দেখেন সন্তানের মুখ। তবে বাবা হওয়ার পর থেকেই কাটছে ব্যস্ত সময়। সেকারণেই মেয়েকে সময় দিতে পারছেন না অভিনেতা। তাই তো জমেছে অপরাধবোধ।