নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, রহস্য উন্মোচন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু দিন ধরেই আসামি ও নারী পুলিশের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাতে হাতকড়া পরা এক আসামি নারী পুলিশের দিকে বারবার তাকাচ্ছেন। এসময় পাশেই থাকা পুরুষ পুলিশ আসামিকে বারবার নারী পুলিশের দিতে তাকাতে বাধা দেয়ার চেষ্টা করেন।
জানা যায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সে ভিডিওটি আসলে সত্য নয়। এটি ছিল একটি ধারাবাহিক নাটকের শুটিং। ভাইরাল সে আসামির আসল নাম আসিফ আদনান এবং ভাইরাল পুলিশের নাম ফিরোজ ইসলাম। ব্যক্তিগত জীবনে আসিফ ও ফিরোজ দুজনেই একটি বেসরকারি টিভি চ্যানেলের ডিজিটাল ডিপার্টমেন্টে কর্মরত এবং পাশাপাশি নিজেদের জন্য কনটেন্ট ক্রিয়েট করেন।
আসিফ জানান, বেসরকারি একটি টিভি চ্যানেলে ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিক নাটকের শুটিংয়ের পর নিজেদের জন্য একটি ফান ভিডিও তৈরি করেন তিনি। আর ফান করা সে ভিডিওই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
এ প্রসঙ্গে ফিরোজ বলেন, নিজেদের ফেসবুক পেজে গত ৮ নভেম্বর ‘এ একটা কাজ হলো’ শিরোনামে প্রকাশিত হয় ওই ভিডিও। এ ভিডিওটিই লুফে নেয় কিছু পেজ। তারা তাদের দেয়া শিরোনাম ফেলে দিয়ে নিজেদের মতো করে ভিডিও আপলোড করেন, যা একজন থেকে অন্যজনে দ্রুত ছড়াতে থাকে।
ফিরোজ আরো বলেন, ভিডিওটি এমনভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়ায় যে সবাই ধরে নেন এটি সত্য ঘটনা। আর সত্য ঘটনা ভাবায় এ বিষয়টি নিয়ে আমরা বেশ বিব্রত ছিলাম। তবে এখন অনেকেই এ ভিডিওর আসল রহস্যটা ধীরে ধীরে জানতে পারছেন এটা বাস্তব ঘটনা নয় বরং একটি স্ক্রিপ্টেড ভিডিও।