সালমানের নতুন ছবির ফার্স্ট লুক ভাইরাল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০২:২৩ পিএম

ফার্স্ট লুকে সালমান

সালমান খান
ছবি আসার আগে প্রকাশ পায় ফার্স্ট লুক। তাই দেখে মুগ্ধ হয়ে দর্শক আশায় থাকেন ছবি আসবে কবে। বলিউড কাঁপানো সালমান খানের নতুন সিনেমা 'অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ' আসছে। ছবিটিতে একজন শিখের চরিত্রে অভিনয় করতে চলেছেন সালমান খান।ফার্স্ট লুকও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
সালমানকে এই লুকে দেখে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত তার অনুরাগীরা। মহেশ মঞ্জরেকর পরিচালনা করছেন 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ' ছবিটি। জানা গেছে, মারাঠি ক্রাইম ড্রামা 'মুলসি প্যাটার্ন' এর উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে এই ছবি। তবে ছবিতে নায়িকা কে থাকছেন তা এখনো জানা যায়নি।
এদিকে সালমানের হাত ধরেই বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ুষ শর্মা। ২০১৮ তে মুক্তি পায় তার প্রথম ছবি 'লাভযাত্রী'। এবারে আয়ুষের ক্যারিয়ার বেশ বড় রকমের লাফ দিতে চলেছে। কারণ এই প্রথমবার সুপারস্টার সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন আয়ুষ।