২০২৪ : তারকাদের মধ্যে হারিয়েছি যাদের

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি : সংগৃহীত
২০২৪ সালে আমরা তারকা জগতের যাদের হারিয়েছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নাম প্রকাশ করছি।
গত ৭ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান অভিনেতা আহমেদ রুবেল।
সাদি মহম্মদ
রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ ১৩ মার্চ মারা যান।
খালিদ
শিল্পী খালিদ মারা যান ১৮ মার্চ।
শাফিন আহমেদ
২৫ জুলাই যুক্তরাষ্ট্রে মারা যান শাফিন আহমেদ।
হাসান আবিদুর রেজা জুয়েল
৩০ জুলাই মারা যান সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল।
শিল্পী চক্রবর্তী
৭ মার্চ মারা যান নির্মাতা শিল্পী চক্রবর্তী।
মনি কিশোর
১৯ অক্টোবর মারা যান কণ্ঠশিল্পী মনি কিশোর।
মাসুদ আলী খান
অভিনেতা মাসুদ আলী খান মারা যান ৩১ অক্টোবর।
ওস্তাদ মিহির লালা সাহা
১৭ আগস্ট মারা যান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক মিহির লালা সাহা।
সুজেয় শ্যাম
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতযোদ্ধা ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম মারা যান ১৭ অক্টোবর।
আফরোজা হোসেন
১০ নভেম্বর মারা যান অভিনেত্রী আফরোজা হোসেন।
আবু জাফর
৫ ডিসেম্বর হারাই গীতিকার ও সুরকার আবু জাফরকে।
পাপিয়া সারোয়ার
১২ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার।
মিনহাজ আহমেদ পিকলু
২০ ডিসেম্বর অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু মারা যান।
সি বি জামান
নির্মাতা সি বি জামান মারা যান ২০ ডিসেম্বর।
মেলা ডেস্ক