নায়িকাকে চুম্বন দৃশ্যে ভয়, কাছে আসতেই কাঁপলেন আমির!

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ এএম

আমির খান-কিটু গিদওয়ানি
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সবকিছুতেই বড্ড নিখুঁত হতে চান। শুটিং হোক বা ব্যক্তিগত জীবন—সর্বত্রই তার এই মনোভাব স্পষ্ট। তবে জানেন কি, ক্যারিয়ারের শুরুতে এক চুম্বন দৃশ্য করতে গিয়ে ভয় পেয়ে কেঁপেছিলেন তিনি? ১৯৮৪ সালে মুক্তি পাওয়া ‘হোলি’ সিনেমায় আমিরের সহ-অভিনেত্রী ছিলেন কিটু গিদওয়ানি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিটু শেয়ার করেছেন সেই মজার স্মৃতি। তিনি জানান, শুটিংয়ের সময় চুম্বন দৃশ্যে আমির এতটাই নার্ভাস হয়ে পড়েছিলেন যে, নায়িকার কাছে যেতেই কাঁপতে শুরু করেন। অথচ পরবর্তী সময়ে ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমায় কারিশমা কাপুরের সঙ্গে তার দীর্ঘ চুম্বন দৃশ্য বলিউডের আলোচনার কেন্দ্রে ছিল। অভিনয়ের ক্ষেত্রে আজকের দিনেও আমির খানের এই খুঁতখুঁতে স্বভাবকে অনেকেই প্রশংসা করেন, কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকের এমন মজার ঘটনাগুলো তার অন্য এক দিকের পরিচয় করিয়ে দেয়।
কিটু গিদওয়ানি জানান, তিনি কীভাবে ‘হোলি’ সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। যখন আমির খানও তেমন জনপ্রিয়তা পায়নি। বলা যায়, অভিনেতার মাত্রই ক্যারিয়ারের শুরু। এই সিনেমায় কিটুর খুব ছোট ভূমিকা ছিল, শুধুমাত্র ‘ক্যাম্পাসের হট গার্ল’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
তবে ক্যারিয়ারের শুরুর দিকেই আমির খানের মতো এমন শান্ত স্বভাবের অভিনেতার সঙ্গে কাজের সুযোগ তার কাছেও বড় পাওনা ছিল। আমির খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘তখন সবেমাত্র ক্যারিয়ার শুরু করেছিলেন আমির খান। অভিনেতা নিজেও খুব শান্ত স্বভাবের ছিলেন। তবে তিনি যখনই চুম্বন দৃশ্যে শুটিং করতেন তখন সেটা ছিল দেখার মতো। এতটাই নার্ভাস হয়ে পড়তেন যে রীতিমতো হাত-পা কাঁপা শুরু হতো তার।’
১৯৮৪ সালে কেতন মেহতা পরিচালিত ছবি ‘হোলি’। একটি রাজনৈতিক থ্রিলার। যা ছাত্রদের বিক্ষোভ এবং সামাজিক সমস্যাগুলির উপর ফোকাস করা হয়েছিল। যদিও সিনেমাটি সেই সময়ে খুব বেশি হিট হয়নি, তবে এই সিনেমাকে বলিউডে আমির খানের সফল কর্মজীবনের সূচনা হিসাবে ধরা হয়। এই সিনেমাতেই একটি দৃশ্যে কিটু গিদওয়ানির সঙ্গে চুমুর দৃশ্যে ছিল আমিরের। আর সেই দৃশ্যে অভিনয় করতে গিয়েই এমন হাল হয় এই অভিনেতার, যা বহু বছর পর প্রকাশ্যে আনলেন তিনি।