একদিনও কোনো জামা রিপিট করিনি : প্রিয়ন্তী উর্বী

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:২২ পিএম

ছবি : সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি এক চমকপ্রদ ফ্যাশন রহস্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় জীবনে কখনোই একই জামা দ্বিতীয়বার পরেননি। তার এই বক্তব্যে অনেকেই বিস্মিত এবং কেউ কেউ মজা করে বলছেন, "আপু তো পুরো ফ্যাশন শো বানিয়ে ফেলেছিলেন!"
প্রিয়ন্তী উর্বী জানান, "বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রতিদিন আলাদা আলাদা জামা পরতাম। কখনোই কোনো জামা রিপিট করিনি।" যদি ধরা হয় তিনি ৩৬৫ দিনের মধ্যে ৩৫০ দিন ক্লাস করেছেন, তাহলে তিনি অন্তত ৩৫০টি আলাদা জামা পরেছেন।
আরো পড়ুন : বিদায়ী বছরে বিয়ে করলেন প্রিয়ন্তী উর্বী
এই ব্যতিক্রমী ফ্যাশন চর্চার পেছনে রহস্য কী? প্রিয়ন্তী উর্বী জানান "আমার মনে হতো প্রতিদিন নিজেকে নতুনভাবে উপস্থাপন করা উচিত। এটা আমাকে আত্মবিশ্বাসী করে তুলত।"
আরেকজন মন্তব্য করেন, "পুরো সেমিস্টার চলাকালীন আমরা একটাই শার্ট ঘুরিয়ে ফিরিয়ে পরেছি আর প্রিয়ন্তী উর্বী আপু ৩৫০টা জামা!"
এই ফ্যাশন স্টেটমেন্ট নিঃসন্দেহে অনেকের জন্য অনুপ্রেরণা। তবে প্রশ্ন রয়ে যায় –এত জামা রাখার জন্য তার আলমারির আকার ঠিক কত বড় ছিল?