সংসার গড়লো তাহসানের, ভাঙার গুঞ্জন মিথিলার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১০:১২ এএম

ছবি: সংগৃহীত
২০১৭ সালে হঠাৎ করেই শোবিজ দুনিয়ার জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন, যা সবাইকে চমকে দেয়। বিয়ের ১১ বছর পর তাদের সংসারে ভাঙন আসায় শোবিজ জগতে আলোচনার জন্ম দেয়। বিচ্ছেদের দুই বছর পর, মিথিলা ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এবং মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়িতে থিতু হন।
অন্যদিকে, তাহসান ৭ বছর একক জীবন কাটান। তবে, গত ৪ জানুয়ারি তার বিয়ের খবর শোনা যায়। জানা যায়, তিনি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন। তাহসানের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ভক্তরা তাকে শুভেচ্ছা জানাতে থাকেন। তবে, মিথিলা এখনো তার প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে কোনো মন্তব্য বা শুভেচ্ছাবার্তা জানাননি।
এদিকে, মিথিলা তার মেয়ে আইরার সঙ্গে একটি ছবি ফেসবুক স্টোরিতে পোস্ট করেন, কিন্তু কিছুক্ষণ পর সেটি ডিলিট করে দেন। তাহসানের নতুন বিয়ের খবরের মাঝে, মিথিলার সংসারে নতুন করে ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই তিনি মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় থাকছেন, এবং সৃজিতের সঙ্গে তার সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ছে। বিশেষত সৃজিতের জন্মদিনের সময়েও তাদের মধ্যে দূরত্ব লক্ষ্য করা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র মতে, সৃজিত ও মিথিলা বর্তমানে আলাদা থাকছেন এবং মেয়ে আইরাকে খুব মিস করছেন সৃজিত। তবে, তাদের মাঝে দূরত্বের কারণ এখনো স্পষ্ট নয়।
মিথিলার সৃজিতের সঙ্গে বিয়ের পর নেটিজেনদের নানা মন্তব্য ও কটাক্ষ শোনা গেছে, কিন্তু সে সব উপেক্ষা করে তিনি নিজের পথে চলছেন। এবার তাহসানের বিয়ের পর, মিথিলার সংসারে আবারো বিচ্ছেদের গুঞ্জন উঠেছে, যা এখন শোবিজে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।